সিডনি: পাকিস্তানের তরুণ ক্রিকেটার বাবর আজমকে ভারতের টেস্ট দলের অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে তুলনা করলেন মিকি আর্থার। পাকিস্তানের কোচের মতে, ২২ বছর বয়সি বাবরকে দেখে তাঁর এই বয়সের কোহলির কথা মনে পড়ে যাচ্ছে।
বাবর এখনও পর্যন্ত মাত্র তিনটি টেস্ট এবং ১৮টি একদিনের ম্যাচ খেলেছেন। টেস্টে তাঁর সর্বোচ্চ স্কোর অপরাজিত ৯০। নিউজিল্যান্ডের বিরুদ্ধে হ্যামিলটন টেস্টে এই রান করেন তিনি। পাকিস্তান সেই ম্যাচে হেরে গেলেও, অসাধারণ পারফরম্যান্স দেখান বাবর। একদিনের ম্যাচে তাঁর রেকর্ড আরও উজ্জ্বল। এ বছরের শুরুর দিকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পরপর তিনটি ম্যাচে শতরান করেন তিনি।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ০-২ হারের পর পাকিস্তান এবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনটি টেস্ট এবং পাঁচটি একদিনের ম্যাচ খেলবে। তার আগে বাবরকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন আর্থার। তাঁর মতে, ২২ বছর বয়সে কোহলি যেমন খেলতেন, ঠিক সেই পারফরম্যান্স দেখাচ্ছেন বাবর।
অতীতে ইনজামাম উল হককে সচিন তেন্ডুলকরের সঙ্গে তুলনা করত পাকিস্তানের ক্রিকেটমহল। কিন্তু সচিনের রেকর্ডের ধারেকাছেও পৌঁছতে পারেননি ইনজামাম। সময়ই বলে দেবে বাবর কতটা সাফল্য পাবেন।
বাবর আজমকে কোহলির সঙ্গে একাসনে বসালেন পাক কোচ
Web Desk, ABP Ananda
Updated at:
01 Dec 2016 09:04 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -