হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভায় ঢুকতে বাধা, অপমানিত আজহার
ABP Ananda, web desk | 08 Jan 2018 06:45 PM (IST)
হায়দরাবাদ: ক্রিকেট অ্যাসোসিয়েশনের (এইচসিএ)- বিশেষ সাধারণ সভায় যোগ দিতে দেওয়া হল না মহম্মদ আজহারউদ্দিনকে। এক ঘন্টা বসিয়ে রাখা হয় তাঁকে। এই ঘটনায় তীব্র বিতর্ক দানা বেঁধেছে। ক্ষুব্ধ ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক আজহার। এইচসিএ সভাপতি জি বিবেক জানিয়েছেন, একটি অস্বীকৃত ক্রিকেট সংস্থার জঙ্গে জড়িত থাকার জন্য গতকাল এইচসিএ-র সভায় প্রাথমিকভাবে ঢুকতে দেওয়া হয়নি। তিনি একজন ভুয়ো ভোটার। তাঁর কার্ডেও সই ছিল সাসপেন্ড হওয়া সচিবের। লোধা কমিটির সুপারিশ অনুমোদনের জন্য ওই সভা আয়োজিত হয়েছিল। বিবেকের অভিযোগ, বিসিসিআই কর্তৃক অনুমোদিত নয়, এমন একটি ক্রিকেট সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে আজহার এইচসিএ-র বিরুদ্ধে প্রচার করেছিলেন। কংগ্রেস নেতা ভি হনুমন্থ রাওয়ের হস্তক্ষেপে শেষ পর্যন্ত এসজিএম-এ ঢুকতে পারেন আজহার। এইচসিএ সভাপতি জানিয়েছেন, সভায় লোধা কমিটির সুপারিশ অনুমোদিত হয়েছে। এই সুপারিশ অনুমোদন না দিলে বোর্ডের কাছ থেকে আর্থিক সাহায্য মিলবে না। ক্ষুব্ধ আজহার বলেছেন, তাঁকে প্রায় এক ঘন্টা বসিয়ে রাখা হয়। এটা খুবই অপমানজনক। আজহার বলেছেন, ১০ বছর ভারতীয় দলের অধিনায়ক ছিলেন তিনি। এই হায়দরাবাদেরই খেলোয়াড় ছিলেন তিনি। যাঁরা এখন এইচসিএ চালাচ্ছেন, তাঁরা ক্রিকেটের কিছুইই বোঝেন না বলেও মন্তব্য করেছেন আজহার।