করাচি: প্রাক্তন অলরাউন্ডার আজহার মাহমুদকে বোলিং কোচ নিয়োগ করল পাকিস্তানের ক্রিকেট বোর্ড (পিসিবি)। তাঁর সঙ্গে দু বছরের চুক্তি হয়েছে। সোমবার থেকেই এই চুক্তি কার্যকর হচ্ছে বলে পিসিবি সূত্রে জানা গিয়েছে।

বর্তমানে ইংল্যান্ডের নাগরিক আজহার। তিনি এ বছরের এপ্রিল মাসে ভারতে অনুষ্ঠিত হওয়া টি-২০ বিশ্বকাপ এবং ইংল্যান্ডে সংক্ষিপ্ত ওভারের সিরিজে পাকিস্তানের বোলিং কোচের দায়িত্ব সামলেছেন। এবার তাঁর সঙ্গে দীর্ঘ সময়ের জন্য চুক্তি করল পিসিবি।

পাক বোর্ড সূত্রে খবর, গত দু মাস ধরেই আজহারের সঙ্গে আলোচনা চলছিল। পিসিবি যে বেতন দিতে চাইছিল, তাতে রাজি ছিলেন না এই প্রাক্তন ক্রিকেটার। শেষপর্যন্ত দু পক্ষের সমঝোতা হয়েছে। পাকিস্তানের প্রধান কোচ মিকি আর্থার নিজে সাপোর্ট স্টাফ বেছে নিয়েছেন। ব্যাটিং কোচ গ্র্যান্ট ফ্লাওয়ার, ফিল্ডিং কোচ স্টিভ রিক্সন, ফিটনেস কোচ গ্র্যান্ট লাডেন এবং ফিজিও শেন হেজ। একজনও পাকিস্তানি সাপোর্ট স্টাফ না থাকার কারণেই আজহারকে নিয়োগ করেছে পিসিবি।

পাকিস্তান এবার নিউজিল্যান্ড সফরে যাবে। সেই সফরে দুটি টেস্ট খেলার পর অস্ট্রেলিয়ায় পূর্ণাঙ্গ টেস্ট সিরিজ খেলতে যাবে পাক দল। সেই কারণেই সাপোর্ট স্টাফ দলকে ঢেলে সাজানো হচ্ছে। ম্যানেজার হিসেবে ওয়াসম বারিকেই রেখে দেওয়া হয়েছে।