ধোনিকে একদিনের দল থেকে সরানো বড় ভুল হবে, দাবি কার্স্টেনের
Web Desk, ABP Ananda | 02 Nov 2016 04:45 PM (IST)
মুম্বই: ভারতের একদিনের দলের নেতৃত্ব থেকে মহেন্দ্র সিংহ ধোনিকে সরিয়ে দেওয়া বড় ভুল হবে। এমনটাই মনে করছেন ২০১১ সালে বিশ্বকাপজয়ী দলের কোচ গ্যারি কার্স্টেন। দক্ষিণ আফ্রিকার এই প্রাক্তন ওপেনারের মতে, ধোনি একজন মহান খেলোয়াড়। যাঁরা তাঁর দক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন, তাঁরা ভুল করছেন। ভারতের টেস্ট দলের অধিনায়ক বিরাট কোহলিকে এখনই একদিনের দলের অধিনায়ক করে দেওয়া উচিত কি না এ বিষয়ে এক প্রশ্নের জবাবে কার্স্টেন বলেছেন, ‘আমি এ বিষয়ে কিছু বলব না। ধোনিকে সরানো হলে বড় ঝুঁকি নেওয়া হবে। আমার অভিজ্ঞতায় দেখেছি, সব মহান নেতাই কেরিয়ারের শেষপর্যন্ত অসাধারণ পারফরম্যান্স দেখান।’ ২০১৯ সালের একদিনের বিশ্বকাপের আগে ধোনিকে নেতৃত্ব বা দল থেকে সরিয়ে দেওয়ার পক্ষপাতী নন কার্স্টেন। তিনি বলেছেন, ‘ভারতে এলেই ধোনিকে নিয়ে প্রশ্নের সামনে পড়তে হয়। তিন বছর ধরে একই জবাব দিয়ে যাচ্ছি। আমি যাদের সঙ্গে কাজ করেছি, তাদের মধ্যে ধোনিই সেরা অধিনায়ক। গত ৯-১০ বছর ধরে ভারতীয় ক্রিকেটে ওর রেকর্ডই এর প্রমাণ। তাই ধোনিকে সরিয়ে দেওয়া হলে ঝুঁকি নেওয়া হবে। ২০১৯ বিশ্বকাপে ও অসাধারণ পারফরম্যান্স দেখাতে পারে। তাই ধোনি সরে গেলে ভারতেরই ক্ষতি।’