নয়াদিল্লি: আইপিএল নিলামের আগের দিন আচমকাই রাইজিং পুনে সুপারজায়েন্টসের অধিনায়ক পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল মহেন্দ্র সিংহ ধোনিকে। ধোনির প্রতি পুনে ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষের এই আচরণে ক্ষোভে ফুঁসছেন ভারতের প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন। যেভাবে ক্যাপ্টেন কুলকে অধিনায়ক পদ থেকে ছেঁটে ফেলা হল তা ‘থার্ড রেটের ও অসম্মানজনক’ বলে মন্তব্য করেছেন আজহার।

আজহার তাঁর ক্ষোভ উগরে দিয়ে বলেছেন, ‘এই সিদ্ধান্ত যেভাবে কার্যকর করা হল তা খুবই নিকৃষ্টভাবে এবং অসম্মানজনকভাবে করা হয়েছে। ভারতীয় ক্রিকেটের রত্ন ধোনি। গত ৮-৯ বছরে অধিনায়ক হিসেবে তিনি প্রায় সব ধরনের সাফল্যই অর্জন করেছেন। ফ্র্যাঞ্চাইজি বলতেই পারে যে, নিজেদের অর্থে তাঁর দল চালান। কিন্তু  তা বলে অধিনায়ক পদ থেকে ছেঁটে ফেলার আগে ধোনির স্ট্যাচার ও গ্রহণযোগ্যতা তারা মাথায়  রাখবে না? ধোনিকে সম্মানজনকভাবে সরে দাঁড়ানোর সুযোগটুকুও দেবে না?’

উল্লেখ্য, দুটি বিশ্বকাপজয়ী অধিনায়ক ধোনিকে সরিয়ে পুনে স্টিভ স্মিথকে অধিনায়ক করেছে। ধোনি ইতিমধ্যেই জাতীয় টেস্ট ও একদিনের দলের অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন। পুনের সিদ্ধান্তে আইপিএলেও এবার ক্যাপ্টেন্স ক্যাপ হারালেন ধোনি।

আইপিএলে গতবারই প্রথম অংশ নিয়েছিল পুনে। গতবার সপ্তমস্থানে শেষ করে দল।

আজহার মনে করেন, এই ব্যর্থতার সমস্ত দায়টা ধোনির ঘাড়ে চাপিয়ে দেওয়াটা একেবারেই সমীচিন নয়। প্রাক্তন স্টাইলিশ ব্যাটসম্যানের প্রশ্ন, দল যদি ভালো না খেলে তাহলে অধিনায়কের কী করার আছে?

আজহার আরও বলেছেন, ‘ধোনি যদি উপযুক্ত অধিনায়ক না-ই হয়ে থাকেন, তাহলে তিনি ( চেন্নাই সুপার কিংসের নেতৃত্ব দিয়ে) দুবার আইপিএল চ্যাম্পিয়ন হলেন কী করে? কর্পোরেট বোর্ড রুমের মাধ্যমে ধোনির মতো ভারতের ক্রীড়াক্ষেত্রে কিংবদন্তীর মর্যাদাহানির ঘটনা খুবই নিচু মানসিকতার পরিচয়’।

ধোনিকে সরানোর সিদ্ধান্তর থেকেও আজহার ক্ষুব্ধ যেভাবে এই সিদ্ধান্ত ঘোষণা করা হল। তিনি বলেছেন, এক্ষেত্রে ধোনির কাছে গিয়ে তাঁকে নিজে থেকে সরে যাওয়ার সুযোগ দেওয়া উচিত ছিল।

আজহারের তোপ, ব্যবসায়ীর মতো চিন্তাভাবনা থাকলে তো আর ক্রীড়াবিদদের কথা ভাবা হয় না। বিসিসিআই-এর বিষয়টি দেখা উচিত বলেও মন্তব্য করেছেন আজহার।