আনম ও আসাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের দিকে তাকালেই পরিষ্কার, তাঁরা অত্যন্ত ঘনিষ্ঠ। কিছুদিন ধরে নাকি প্রেম করছেন তাঁরা, খবর পাওয়া যাচ্ছে, বিয়ে হতে পারে এ বছরের শেষেই।
বিয়ে হলে ২৮ বছরের আনমের এটা হবে অবশ্য দ্বিতীয় বিয়ে। ২০১৬-র ১৮ নভেম্বর তিনি বিয়ে করেন আকবর রশিদ নামে একজনকে, গত বছর ডিভোর্স হয়ে যায়। মতান্তরের কারণ জানা যায়নি, তবে আনম এখন নিজস্ব ফ্যাশন স্টোর খুলেছেন, দিদি সানিয়ার স্টাইলিস্টও তিনি।
আসাদ বয়সে বছরতিনেকের ছোট, তাঁর বয়স ২৫। পেশায় তিনি আইনজীবী।