নয়াদিল্লি: ২০০৮ সালে বেজিং অলিম্পিকে রুপোজয়ী আন্দ্রেই স্তাদনিককে কুস্তি লড়ার চ্যালেঞ্জ জানালেন রামদেব। পেশাদার কুস্তি লিগ চলাকালীনই ইউক্রেনের এই কুস্তিগীরকে বন্ধুত্বপূর্ণ ম্যাচের প্রস্তাব দেন রামদেব। স্তাদনিক অবাক হলেও, এই চ্যালেঞ্জ গ্রহণ করতে বাধ্য হন। শোনা যাচ্ছে, আজ রাতেই তাঁদের লড়াই হবে।
কয়েকদিন আগেই ক্রিকেটার হরভজন সিংহের সঙ্গে পাঞ্জা লড়েছেন রামদেব। তিনি ২০০৮ অলিম্পিকে ব্রোঞ্জজয়ী সুশীল কুমারকে কুস্তির লড়াইয়ে হারিয়ে দিয়েছেন। কিছুদিন আগে ফুটবল খেলতেও দেখা গিয়েছে রামদেবকে। নাচের লড়াইয়ে অভিনেতা রণবীর সিংহকেও হারিয়ে দিয়েছেন এই যোগগুরু। ফের তাঁকে দেখা যাবে কুস্তির লড়াইয়ে। ২০০৮ সালের অলিম্পিকে সুশীলকে হারিয়ে ফাইনালে ওঠেন স্তাদনিক। তাঁকে হারিয়ে কি বদলা নিতে পারবেন রামদেব? অপেক্ষায় ভারতের ক্রীড়াপ্রেমীরা।
এসো, আমার সঙ্গে কুস্তি লড়ো, অলিম্পিকে রুপোজয়ীকে চ্যালেঞ্জ রামদেবের
Web Desk, ABP Ananda
Updated at:
18 Jan 2017 04:17 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -