মেলবোর্ন: মেলবোর্নে মায়াবি সন্ধ্যায় পাকিস্তানকে পাঁচ উইকেটের ব্যবধানে পরাস্ত করে দ্বিতীয়বারের জন্য টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup) খেতাব নিজেদের নামে করে নিয়েছে ইংল্যান্ড। দুরন্ত বোলিং পারফরম্যান্সে পাকিস্তানকে মাত্র ১৩৭ রানে সীমাবদ্ধ করে রাখার পর, এক ওভার ও পাঁচ উইকেট বাকি থাকতেই ম্য়াচ নিজেদের নামে করে নেয় ইংল্যান্ড।
বাবরের আফসোস
অল্প রানের পুঁজি নিয়েও কিন্তু পাকিস্তান লড়াই করেছে ম্যাচে। তবে এক ঘটনাই ম্যাচের রঙ বদলে দিল, আফসোস পাকিস্তান অধিনায়ক বাবর আজমের (Babar Azam)। ম্যাচ হেরে পাকিস্তান অধিনায়ক বাবর আজম বলেন, 'বোলাররা মাঝের ওভারগুলিতে তো ভালই বল করেছে। শাহিন আফ্রিদির (Shaheen Afridi) চোটটাই শেষমেশ আমাদের ম্যাচ হারিয়ে দিল। ওঁ থাকলে ম্যাচের ফলাফলটা ভিন্ন হতেই পারত। আমি ভীষণই হতাশ। তবে বোলাররা তাঁদের তরফে নিজেদের সবটা উজাড় করে দিয়ে দারুণ লড়াই করেছেন।'
ম্যাচের ১৩তম ওভারে হ্যারি ব্রুকের ক্যাচ ধরতে গিয়ে চোট পান শাহিন। লং অফ থেকে ছুটে এসে ব্রুকের ক্যাচ ধরার সময় মাটির সঙ্গে শাহিনের হাঁটু বেশ জোরে ধাক্কা খায়। এমনিতেই বিশ্বকাপের আগে চোট সমস্যায় ভুগছিলেন শাহিন। বিশ্বকাপেই সদ্য চোট সারিয়ে মাঠে ফেরেন তিনি। এই ঘটনায় ফের একবার আহত হন পাকিস্তানের তারকা বোলার। মাঠ ছাড়তে বাধ্য হন তিনি। পরে যদিও আবার মাঠে ফেরেন শাহিন। ১৬তম ওভার করার জন্য বলও হাতে তুলে নেন তিনি। তবে ওভারের প্রথম বল করার পর আর বল করতে পারেননি শাহিন।
৫ বলে ১৩ রান
সেই মুহূর্তে ইংল্যান্ডের জয়ের জন্য ২৯ বলে ৪১ রানের প্রয়োজন ছিল। শাহিনের ১১টি বল ম্যাচের ভাগ্য নির্ধারণে ভীষণই গুরুত্বপূর্ণ ছিল। তবে তিনি চোটের কারণে বল না করেই মাঠ ছাড়তে বাধ্য হন। তাঁর বদলে স্পিনার ইফতিকার আমেদ ওভারের বাকি পাঁচটি বল করেন। সেই পাঁচ বলে তিনি ১৩ রান খরচ করেন যা ম্যাচের ভাগ্য বদলে দেয়। এই নিয়েই ম্যাচ শেষে আফসোস করেন পাক অধিনায়ক বাবর।
আরও পড়ুন: বিশ্বকাপ জিতে পুরস্কার হিসাবে কত টাকা পাচ্ছেন বাটলাররা? ভারতের ভাঁড়ারে কত?