দুবাই: গতকালই আইসিসি টি ২০ বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া। এরপরের দিন সোমবার আইসিসি পুরুষদের টি ২০ বিশ্বকাপ টুর্নামেন্টের মোস্ট ভ্যালুয়েবল টিমের ঘোষণা করল। ১২ সদস্যের এই দলে ভারতের একজন ক্রিকেটারও জায়গা পাননি। দলের অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে বাবর আজমকে। আইসিসি-র মোস্ট ভ্যালুয়েবল টিমে জায়গা পেয়েছেন মাত্র চার এশিয় ক্রিকেটার। দলের বাকি খেলোয়াড়দের নেওয়া হয়েছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা থেকে। এই তারকা খচিত লাইন আপে নেই দুই বারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজেরও কোনও খেলোয়াড়।
আইসিসি পুরুষদের টি ২০ বিশ্বকাপ ২০২১ দল (ব্যাটিং অর্ডার অনুযায়ী):
১. ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া)- ৪৮.১৬ গড়ে ২৮৯ রান
২. জস বাটলার (উইকেটরক্ষক) (ইংল্যান্ড)- ৮৯.৬৬ গড়ে ২৬৯ রান, পাঁচটি আউটে অবদান
৩. বাবর আজম ( অধিনায়ক, পাকিস্তান)-৬০.৬০ গড়ে ৩০৩ রান
৪. চারিথ আসালাঙ্কা (শ্রীলঙ্কা)- ৪৬.২০ গড়ে ২৩১ রান
৫. এইডেন মাকরাম-৫৪.০০ গড়ে ১৬২ রান
৬. মইন আলি (ইংল্যান্ড)-১৩১.৪২ স্টাইক রেটে ৯২ রান, ১১ গড়ে সাত উইকেট
৭. ওয়ানিন্দু হাসারাঙ্গা (শ্রীলঙ্কা)- ৯.৭৫ এ ১৬ উইকেট
৮. অ্যাডাম জাম্পা (অস্ট্রেলিয়া) ১২.০৭-এ ১৩ উইকেট
৯. জস হ্যাজেলউড (অস্ট্রেলিয়া) ১৫.৯০-এ ১১ উইকেট
১০. ট্রেন্ট বোল্ট (নিউজিল্যান্ড)- ১৩.৩০ –এ ১৩ উইকেট
১১. আনরিখ নোরজে (দক্ষিণ আফ্রিকা)- ১৩.৩০-এ ৯ উইকেট
১২. শাহিন আফ্রিদি (পাকিস্তান)-২৪.১৪ গড়ে সাত উইকেট
তাদের দলের বোলিং লাইনআপে আইসিসি দুই স্পিনার ও তিন পেসার রেখেছে। শ্রীলঙ্কার হাসারাঙ্গা ১৬ উইকেট নিয়ে টুর্নামেন্টে সবচেয়ে বেশি সফল। ১৩ উইকেট নিয়ে টুর্নামেন্টে দ্বিতীয় স্থানে অ্যাডাম জাম্পা। জস হ্যাজেলউডের সংগ্রহ ১১ উইকেট। নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট ১৩ উইকেট নিয়েছেন। নোরজে নিয়েছেন ১১.৫৫ গড়ে ৯ উইকেট।
উল্লেখ্য, গতকাল নিউজিল্যান্ডকে ফাইনালে ৮ উইকেটে হারিয়ে প্রথমবারের জন্য ক্রিকেটের সংক্ষিপ্ততম ফর্ম্যাটে খেতাব জিতে নিল অ্যারন ফিঞ্চের দল। রান তাড়া করতে নেমে দুরন্ত অর্ধশতরান হাঁকালেন ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শ। জয়ের জন্য ১৭২ রানের লক্ষ্যমাত্রা ছিল। শেষপর্যন্ত দুই উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় তারা।