ম্যাঞ্চেস্টার: ভারতের বিরুদ্ধে বিশ্বকাপের মহারণের আগে বিরাট কোহলির ব্যাটিংয়ের ভিডিও দেখে প্রস্তুতি নিচ্ছেন পাক ব্যাটসম্যান বাবর আজম। ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলির ব্যাটিংই আদর্শ বাবর আজমের কাছে। ইংল্যান্ডের বিরুদ্ধে পাকিস্তানের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন তিনি। খেলেছিলেন ৬৩ রানের ইনিংস। ভারতের বিরুদ্ধে আগামী রবিবারের হাই ভোল্টেজ ম্যাচে পাক দলের অন্যতম ভরসা বাবর।
বাবার শুক্রবার সাংবাদিকদের বলেছেন, আমি তাঁর ব্যাটিং লক্ষ্য করি এবং বিভিন্ন পরিস্থিতিতে তিনি যেভাবে ব্যাটিং করেন তা থেকে শেখার চেষ্টা করি। (ভারতের হয়ে) তাঁর জয়ের অনুপাত খুবই বেশি। তাই আমি তা অর্জন করার চেষ্টা করি।
২৪ বছরের ডানহাতি ব্যাটসম্যান বাবর বলেছেন, দু বছর আগে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ম্যাচ থেকে অনুপ্রেরণা নিয়ে ভারতের বিরুদ্ধে মাঠে নামবে পাকিস্তান। তিনি বলেছেন, চ্যাম্পিয়ন্স ট্রফিতে জয় আমাদের আত্মবিশ্বাস জুগিয়েছে এবং এবারও তা সাহায্য করবে। কারণ, দলটা প্রায় একই রয়েছে এবং ওই জয় সবসময়ই একটা অনুপ্রেরণার।


উল্লেখ্য, চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে ভারত পাকিস্তানকে ১২৪ রানে হারিয়েছিল। কিন্তু ফাইনালে ভারতকে ওভালে ১৮০ রানে হারিয়ে দিয়েছিল তারা।
বাবর বলেছেন, সেই জয়ের স্মৃতি কখনও ভোলার নয়। তিনি বলেছেন, আগামী ম্যাচের জন্য তাঁরা সম্পূর্ণ প্রস্তুত। কারণ, ভারত-পাকিস্তান ম্যাচ মানেই উত্তেজনা এবং এই ম্যাচের চাহিদাও প্রচুর, সারা বিশ্বের ক্রিকেটপ্রেমীরা এই ম্যাচের দিকে তাকিয়ে থাকেন।
বাবর বলেছেন, পুরো দলের মনোভাব ইতিবাচক এবং ওই ম্যাচ খেলার জন্য মুখিয়ে রয়েছে।
বিশ্বের এক নম্বর বোলার জসপ্রিত বুমরাহর নেতৃত্বে ভারতের শক্তিশালী বোলিং আক্রমণ সম্পর্কে প্রশ্নের উত্তরে বাবর বলেছেন, নিঃসন্দেহে ভারতের বোলিং আক্রমণ খুবই ভালো। কিন্তু আমরা ইংল্যান্ডের বিরুদ্ধে ভালো খেলেছি। ওদের পেস আক্রমণও ভালো। তাই ভারতের পেস আক্রমণ সামলানোর ব্যাপারে আমরা সবাই আত্মবিশ্বাসী।