লাহোর: সাত ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের ষষ্ঠ ম্যাচে পাকিস্তানকে আট উইকেটে দাপুটে মেজাজে হারিয়ে সিরিজে সমতায় ফিরল ইংল্যান্ড ক্রিকেট দল (PAK vs ENG T20)। সৌজন্যে ইংল্যান্ড দলের ওপেনার ফিল সল্টের (Phil Salt) ৮৮ রানের দুরন্ত ইনিংস। সল্টের ইনিংসে ভর করেই ৩৩ বল বাকি থাকতেই ১৭০ রানের লক্ষ্য তাড়া করে জয় পেল ইংল্যান্ড।


বাবরের রেকর্ড


এদিন মঈন আলি প্রথমে টসে জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান। এদিন মহম্মদ রিজওয়ানকে বিশ্রাম দিয়েছিল পাকিস্তান। তাই বাবর আজমের (Babar Azam) সঙ্গে ওপেনিংয়ে নামেন মহম্মদ হ্যারিস। তবে তিনি সাত রানের বেশি করতে পারেননি। শান মাসুদও শূন্য রানে আউট হন। ১৫ রানে দুই উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে যায় পাকিস্তান। বাবর আজমের দায়িত্বটা আরও বেড়ে যায়। শুরুতে একটু সামলে খেলে ইনিংস পুনরায় গঠন করার কাজ শুরু করেন বাবর।


তাঁকে সঙ্গ দেন হায়দার আলি ও ইফতিকার আহমেদ। তৃতীয় ও চতুর্থ উইকেটে পাকিস্তান ৪৭ ও ৪৮ রান জোড়ে। হায়দার ১৮ রানের বেশি করতে না পারলেও, ইফতিকার ৩১ রান করেন। ইনিংসের শেষের দিকে বাবর আক্রমণের পথ বেছে নিয়ে পাকিস্তান কার্যত একাই ১৫০ রানের গণ্ডি পার করান। তাঁর ৮৭ রানের ইনিংসে ভর করেই পাকিস্তান নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেটের বিনিময়ে ১৬৯ রান তোলে। এছাড়া আর কোনও ব্যাটারই বলার মতো রান করতে পারেননি। ইংল্যান্ডের হয়ে দুই বাঁ-হাতি বোলার স্যাম কারান ও ডেভিড উইলি দুইটি করে উইকেট নেন। প্রসঙ্গত, বাবর এই ইনিংসের সুবাদেই (বিরাট কোহলির সঙ্গে যুগ্মভাবে) দ্রুততম তিন হাজার আন্তর্জাতিক টি-টোয়েন্টি রান করার রেকর্ড গড়েন। 


বিধ্বংসী সল্ট


জবাবে ধুন্ধুমার ভঙ্গিমায় ইনিংস শুরু করেন ইংল্যান্ডের দুই ওপেনার সল্ট ও অ্যালেক্স হেলস। হেলস ১২ বলে ২৭ রান করে আউট হলেও, সল্ট কিন্তু নিজের ইনিংস চালিয়ে যান। তিনি কার্যত একা হাতেই ইংল্যান্ডকে জয়ের দিকে নিয়ে যান। তাঁকে ডেভিড মালান ও বেন ডাকেট সঙ্গ দেন। উভয়েই ২৬ রানের ইনিংস (ডাকেট অপরাজিত) খেলেন। সল্ট ৪১ বলে ৮৮ রান করে অপরাজিত থাকেন। তাঁর ইনিংস সাজানো ছিল ১৩টি চার ও তিনটি ছক্কায়। এই ইনিংসের সুবাদেই জয় পায় ইংল্যান্ড।


আরও পড়ুন: বিশ্বকাপে মাঠে নামার আগেই রোহিতদের হুঁশিয়ারি পাক তারকার