গল : শ্রীলঙ্কায় প্রথম টেস্টে মুখোমুখি হচ্ছে পাকিস্তান-শ্রীলঙ্কা (Pakistan and Sri Lanka)। সেখানে প্রথম দিনে শ্রীলঙ্কাকে মাত্র ২২২ রানে অল আউট (All Out) করে দেওয়ার পর পাকিস্তানের লক্ষ্য ছিল প্রথম ইনিংসে বড় রানের লিড নিয়ে দ্বীপরাষ্ট্রকে চাপে ফেলার। তবে সেই আশা পূর্ণ হয়নি। লঙ্কান বোলারদের বিরুদ্ধে পাকিস্তান ব্যাটাররাও গলের ময়দানে নাস্তানাবুদ হয়েছেন। 


তবে বাবর আজম যে আর পাঁচজন সাধারণ ব্যাটারের মতো নন, তা তিনি আবারও প্রমাণ করে দিলেন। লঙ্কান স্পিনারদের দাপটে বাকি পাকিস্তানি ব্যাটাররা যেখানে রান করতে নাজেহাল হলেন, সেখানে একাই দুর্গ সামলালেন বাবর। গলে এক অনবদ্য শতরান হাঁকালেন পাকিস্তানের অধিনায়ক। এই শতরানের জেরে পাকিস্তান অধিনায়ক হিসাবে বাবর আজম ইনজামাম-উল-হকের এক কৃতিত্বে ভাগ বসালেন।


পাকিস্তান অধিনায়ক হিসাবে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক নয়টি শতরান করার রেকর্ড ছিল ইনজামামের দখলে। ১৩১ ইনিংসে পাকিস্তান অধিনায়ক হিসাবে নয়টি শতরান এসেছিল ইনজামামের ব্যাট থেকে। বাবর পাকিস্তান কিংবদন্তির প্রায় অর্ধেক সংখ্যক, মাত্র ৭০টি ইনিংস খেলেই পাকিস্তান অধিনায়ক হিসাবে নয়টি আন্তর্জাতিক শতরান হাঁকিয়ে ফেললেন। এই তালিকায় এর পরে তৃতীয় স্থানে মিসবা-উল-হক এবং চতুর্থ স্থানে ইমরান খান রয়েছেন। মিসবা ১৮৯টি ইনিংস খেলে আটটি এবং ইমরান ১৮৬ ইনিংস খেলে ছয়টি শতরান করেছিলেন।


১০ম উইকেটে ৭০ রানের পার্টনারশিপ


এক সময় প্রবথ জয়সূর্য এবং মাহিশ থিকশানা ৮৫ রানেই পাকিস্তানের সাত উইকেট ফেলে দিয়েছিলেন। সেখান থেকে টেল এন্ডারদের নিয়ে লড়াই শুরু করেন বাবর।প্রথমে হাসান আলি খানিকটা সঙ্গ দেওয়ার পর, নাসিম শাহকে সঙ্গে নিয়ে ১০ম উইকেটে ৭০ রানের এক স্মরণীয় পার্টনিরশিপ গড়েন বাবর আজম। এর জেরেই পাকিস্তান ২০০ রানের গণ্ডি টপকাতে পারে। প্রথম ইনিংসে শ্রীলঙ্কার থেকে চার রান কম, ২১৮ রান তোলে পাকিস্তান। বাবর আজম অনবদ্য ১১৯ রানের ইনিংস খেলেন। শেষ উইকেট হিসাবে তিনিই থিকশানার বলে আউট হন। 


বিরাটের রেকর্ড ভাঙলেন বাবর


এই ইনিংসেই ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলিকেও পিছনে ফেলে দিলেন বাবর। এই ইনিংসে বাবর আন্তর্জাতিক ক্রিকেটে সব ফর্ম্যাট মিলিয়ে ব্য়ক্তিগত ১০ হাজার রানের গণ্ডি পার করেন। তিনি এই মাইলফলক স্পর্শ করতে মোট ২২৮টি ইনিংস নেন, যা দ্রুততম। এতদিন পর্যন্ত বিরাট কোহলির দখলে আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ১০ হাজার রান করার রেকর্ড ছিল। ২৩২ ইনিংসে তিনি এই রেকর্ড গড়েছিলেন। তাকে পিছনে ফেলে দিলেন বাবর। 


আরও পড়ুন: IND vs ENG, 3rd ODI Live Blog: বল হাতে আগুন ঝরাচ্ছেন হার্দিক, নাজেহাল ইংল্যান্ড