ইনদওর: ভারতীয় দলে নিয়মিত নন অজিঙ্ক রাহানে। সম্প্রতি কয়েকটি ম্যাচে সুযোগ পেলেও, দারুণ কিছু পারফরম্যান্স দেখাতে পারেননি এই ব্যাটসম্যান। এই পরিস্থিতিতে তাঁর পাশে দাঁড়ালেন কিংবদন্তী সচিন তেন্ডুলকর। রাহানেকে তাঁর পরামর্শ, ‘নিজের খেলা উপর ভরসা রাখো। কখনও সুযোগ পাবে, কখনও আবার সুযোগ মিলবে না। তবে প্রস্তুতি নেওয়ার বিষয়টি তোমার হাতে। উপযুক্ত মানসিকতা থাকা জরুরি।’


সম্প্রতি মুম্বইয়ের বান্দ্রা কুর্লা কমপ্লেক্সের ইন্ডোরের নেটে চার দিন অনুশীলন করেন রাহানে। সেখানেই তাঁর সঙ্গে সচিনের দেখা হয়। রাহানে বলেছেন, সচিন তাঁকে টেকনিক নিয়ে কোনও পরামর্শ দেননি। শুধু মানসিক প্রস্তুতির কথাই বলেন সচিন। অস্ট্রেলিয়ার বোলাররা কোন লাইন ও লেংথে বল করেন, তাঁদের বিরুদ্ধে কীভাবে প্রস্তুতি নেওয়া উচিত, সে বিষয়েও পরামর্শ দেন সচিন। তাঁর এই পরামর্শ পেয়ে আত্মবিশ্বাস বেড়ে গিয়েছে বলে জানিয়েছেন রাহানে।

বর্তমানে একদিনের আন্তর্জাতিক ম্যাচে ওপেনার হিসেবে ব্যবহার করা হচ্ছে রাহানেকে। নতুন পজিশনে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন এই ব্যাটসম্যান। নিয়মিত ওপেনার শিখর ধবন দলে ফিরলে সুযোগ পাবেন কি না জানেন না, তবে আপাতত যে সুযোগ পাচ্ছেন সেটা কাজে লাগাতে মরিয়া রাহানে। তিনি এ বিষয়ে বলেছেন, ‘আমি ভবিষ্যৎ নিয়ে ভাবি না। সুযোগ পেলে সেটা কাজে লাগানোর চেষ্টা করি। শিখর ফিরে এলে কী হবে জানি না। দলের জন্য নিজের সেরাটা দেওয়াই আসল। সবসময় শতরানের কথা ভাবা যায় না। তবে দলের জন্য যদি গুরুত্বপূর্ণ ৪৫-৫০ বা ৭০ রান করা যায়, সেটাই কাজে লাগে। আমি সবসময় এটাই করতে চাই।’