ডিজাইনার শ্রিয়া সিন্ধুর ছোটবেলার পরিচিত। এটিই তাঁর প্রথম সোলো শো। সেখানেই ফুশিয়া গোলাপি রঙা পোশাকে মুগ্ধ করলেন শো-স্টপার ব্যাডমিন্টন তারকা। সিন্ধুর পরনে ছিল অফ শোল্ডার টপ ও মেঝে ছোঁয়া স্কার্ট। অটম-উইন্টার কালেকশনের পোশাক জুড়ে আছে ফুলের মোটিফ। শ্রিয়ার এই পোশাকের সম্ভারের নাম স্যাংচুয়ারি।
সম্প্রতি সুইজারল্যান্ড থেকে ফিরেছেন তিনি। দেশে ফিরেই সিন্ধু জানতে পারেন একক শো করছেন শ্রিয়া, তাও আবার হায়দরাবাদে। তখনই শো-স্টপার হওয়ার প্রস্তাবে হাসিমুখে রাজি হন সিন্ধু।
স্বভাবতই বিশ্বজয়ী সিন্ধুকে শো স্টপার হিসেবে পেয়ে খুশি শ্রিয়া। ডিজাইনারের এই কালেকশনের সঙ্গে আছে ব্রাইডাল পোশাকও।