ক্রিকেট মাঠের অনেক নিয়ম সম্পর্কেই অনেকের জানা নেই। যেমন, ২০১৪-তে ভারতে
ওয়েস্ট ইন্ডিজের সফরের সময় একটা ঘটেছিল। ধর্মশালায় সিরিজের চতুর্থ একদিনের ম্যাচে একটি বল বাউন্ডারি পেরিয়ে যাওয়ার পরও ভারত মাত্র দুটি রান পেয়েছিল।
ভারতীয় ইনিংসের ৩৮ তম ওভারে সুরেশ রায়না জেরম টেলরের একটি বল পুল করেন। বল বাউন্ডারির দিকে যাচ্ছিল। সেখানে ফিল্ডিং করছিলেন আন্দ্রে রাসেল। তিনি দৌড়ে এসে বলটি পা দিয়ে থামানোর চেষ্টা করেন। কিন্তু বলে পা লাগিয়ে তিনি থামতে পারেননি, কিছুটা এগিয়ে যান। পরে বলটি থামানোর জন্য ঘুরে দাঁড়ান তিনি। কিন্তু তিনি পৌঁছনোর আগেই বাউন্ডারির ধারে দাঁড়ানো বল বয় মাঠে ঢুকে হাতে তুলে নেয়।
এতে অবাক হয়ে যান রাসেল। তিনি বল বয়ের কাছে জানতে চান, সে এমনটা করল কেন।
আসলে পরিস্থিতি এমনই ছিল যে, রাসেল পৌঁছনোর আগেই বল হয়ত সীমানা পেরিয়ে যেতে পারত। আবার এমনও হতে পারত যে, রাসেল বলটি সীমানা পেরোনোর আগেই থামাতে পারতেন। এই পরিস্থিতিতে আম্পায়ার পুরো বিষয়টি খতিয়ে দেখেন এবং নিয়ম অনুসারে সিদ্ধান্ত নেন। ব্যাটসম্যানকে দুই রান দেন তিনি।
এরপর মাঠে সবকিছু ঠিকঠাক হয়ে যায়। রাসেলও বল বয়কে থাম্পস দেখিয়ে বলেন, ঠিক আছে।