বলবন্তের শেষ মুহূর্তের গোলে হার বাঁচাল মোহনবাগান
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 08 Mar 2017 09:51 PM (IST)
কলকাতা: বুধবার সন্ধেয় জোড়া অস্বস্তি নিয়ে রবীন্দ্র সরোবর স্টেডিয়াম ছাড়ল মোহনবাগান। এক, দুর্বল ডিফেন্সের রিপিট টেলিকাস্ট। দুই, রক্ষণের শেষ প্রহরী ভরসার হাত দেবজিত মজুমদারের চোট সংশয়। যা বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে নামার আগে চিন্তা বাড়িয়ে দিল বাগান কোচ সঞ্জয় সেনকে। এদিন মুম্বই এফসির বিরুদ্ধে ২-২ গোলে ড্র করে ১ পয়েন্ট পেয়ে ঘরের মাঠে মুখরক্ষা সবুজ-মেরুন ব্রিগেডের। ১২ মিনিটেই সোনির কর্নার থেকে মোহনবাগানকে এগিয়ে দেন প্রীতম কোটাল। এরপর ১৮ মিনিট থেকে মুম্বই এফসি-র ১০ মিনিটের একটি ঝড় ছারখার করে দিল বাগান ডিফেন্সকে। ২০ মিনিটে থৈ সিংহ ও ২২ মিনিটে ভিক্টোরিনো ফার্নান্ডেজের গোলে ১-২ গোলে পিছিয়ে পড়ে বাগান। সবুজ-মেরুন শিবিরের চাপ যেন কয়েকগুণ বাড়িয়ে দিল দেবজিতের চোট। প্রথমার্ধে পিছিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধেও বদলালো না ডিফেন্সের ছবি। আতঙ্ক আরও বাড়াল স্ট্রাইকারদের গোল মিসের বহর। চাপ যখন ক্রমশ বাড়ছে, ৮৯ মিনিটে বলবন্ত সিংহের গোলে অবশেষে ক্ষণিকের স্বস্তি বাগানে। কোচ সঞ্জয়ের দাবি, এখনও খেতাবি লড়াইয়ে রয়েছে তাঁর দল। ১১ ম্যাচে ২২ পয়েন্ট পেয়ে ৩ নম্বরে মোহনবাগান। এবার মিশন বেঙ্গালুরু এফসি।