BAN vs SL LIVE Score: নায়ক শাকিব-শান্ত, শ্রীলঙ্কাকে হারিয়ে ছয় ম্যাচ পরে জয়ের সরণিতে ফিরল বাংলাদেশে

BAN vs SL LIVE Score, World Cup 2023: শ্রীলঙ্কার বিপক্ষে সোমবার শুধু জয় পেলেই চলবে না, একই সঙ্গে রান রেটের বিষয়টি মাথায় রাখতে হবে বাংলাদেশকে।

ABP Ananda Last Updated: 06 Nov 2023 10:00 PM
BAN vs SL Live: বাংলাদেশের জয়

শ্রীলঙ্কাকে হারিয়ে তিন উইকেটে দুরন্ত জয় পেল বাংলাদেশের ক্রিকেট দল। ৫৩ বল বাকি থাকতে এল জয়। চার মেরে বাংলাদেশের জয় সুনিশ্চিত করেন তানজ়িদ হাসান শাকিব।

BAN vs SL Live: জমে গিয়েছে ম্যাচ

জয়ের দোরগোড়ায় পৌঁছে গেলেও বাংলাদেশ কিন্তু সহজে ম্যাচ ছেড়ে দিতে একেবারেই রাজি নয় শ্রীলঙ্কা। নাগাড়ে দুই ওভারে দুই উইকেট নিল শ্রীলঙ্কা। প্রথমে ১০ রানে মুশফিকুরকে ১০ রানে আউট করেন মধুশঙ্কা। পরের ওভারেই মাহমুদুল্লাহকে ২২ রানে ফেরান থিকসানা। ৩৯ ওভার শেষে শ্রীলঙ্কার স্কোর ২৫৬/৬। 

BAN vs SL Live: নাটক অব্যাহত

নয়াদিল্লি নাটক অব্যাহত। ৮২ রানে শাকিবকে সাজঘরে ফেরত পাঠালেন অ্যাঞ্জেলো ম্যাথিউজ়। তারপরেই ঘড়ির দিকে ঈশারা করে তাঁকে সেন্ড অফ দেন ম্যাথিউজ়। ঠিক তার পরের ওভারেই ৯০ রানে তিনি শান্তকেও সাজঘরে ফেরান। ৩৬ ওভার শেষে বাংলাদেশের স্কোর ২৩২/৪। 

BAN vs SL Live: দু'শোর গণ্ডি পার

দুরন্ত ছন্দে শাকিব আল হাসান এবং শান্ত। ৩০ ওভারেই শতরানের গণ্ডি পার করে ফেলল বাংলাদেশ দল। ৩১ ওভার শেষে বাংলাদেশের স্কোর ২১০/২। শাকিব ৮২ ও শান্ত ৮৯ রানে ব্যাট করছেন।  

BAN vs SL Live: শাকিবের অর্ধশতরান

শান্তর পর অর্ধশতরান হাঁকালেন শাকিব আল হাসানও। জয়ের দিকে অগ্রসর বাংলাদেশ। ২৭ ওভার শেষে বাংলাদেশের স্কোর ১৭৩/২য

BAN vs SL Live: শান্তর অর্ধশতরান

শুরুর ধাক্কা সামলে বাংলাদেশের ইনিংস টানছেন নাজমুল হোসেন শান্ত ও শাকিব আল হাসান। ৫৮ বলে অর্ধশতরানের পূরণ করে ফেললেন শান্ত। শতরানের দিকে এগোচ্ছে পার্টনারশিপ। ২১ ওভার শেষে বাংলাদেশের স্কোর ১৩৩/২।

BAN vs SL Live: সর্বোচ্চ উইকেটশিকারী

২৩ রানে লিটন দাসকে সাজঘরে ফেরত পাঠিয়ে ম্যাচের দ্বিতীয় সাফল্য পেলেন মধুশঙ্কা। এই উইকেটের সুবাদেই টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারী হয়ে গেলেন দিলশান মধুশঙ্কা। ৭ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৪৩/২।  

BAN vs SL Live: মধুশঙ্কার দাপট অব্যাহত

ভারতের বিরুদ্ধে পাঁচ উইকেট নিয়েছিলেন দিলশান মধুশঙ্কা। নতুন বল হাতে বাংলাদেশের বিরুদ্ধেও দলকে সাফল্য এনে দিলেন তিনি। বাঁ-হাতি ফাস্ট বোলারের বিরুদ্ধে বড় শট মারতে গিয়ে নয় রানে আউট হলেন তনজ়িদ হাসান। ৩ ওভার শেষে শ্রীলঙ্কার স্কোর ২৩/১।

BAN vs SL Live: ৩ উইকেট তাঞ্জিমের

বাংলাদেশ বোলারদের মধ্যে তাঞ্জিম হাসান সাকিব ১০ ওভারে ৮০ রান খরচ করলেও নিয়েছেন ৩ উইকেট। ২টি করে উইকেট শাকিব আল হাসান ও শোরিফুল ইসলামের।

ODI World Cup Live: ২৭৯ রানে অল আউট হল শ্রীলঙ্কা

১০৮ রান করে আউট হলেন চারিথ আসালঙ্কা। ৪৯.৩ ওভারে ২৭৯ রানে অল আউট হল শ্রীলঙ্কা।

BAN vs SL Live: ১০১ বলে সেঞ্চুরি চরিথ আসালঙ্কার

১০১ বলে সেঞ্চুরি চরিথ আসালঙ্কার। ৪৮ ওভারের শেষে শ্রীলঙ্কার স্কোর ২৭০/৭।

BAN vs SL Live Score: ৪৪ ওভারের শেষে শ্রীলঙ্কার স্কোর ২৪৮/৬

৩৬ বলে ৩৪ রান করে ফিরলেন ধনঞ্জয় ডি'সিলভা। ৮৮ রান করে ক্রিজে আসালঙ্কা। ৪৪ ওভারের শেষে শ্রীলঙ্কার স্কোর ২৪৮/৬।

BAN vs SL Live: ৩৭ ওভারের শেষে শ্রীলঙ্কার স্কোর ২০৮/৫

৬৮ রানে ক্রিজে আসালঙ্কা। সঙ্গে ধনঞ্জয় ডি'সিলভা ৩০ রানে অপরাজিত। ৩৭ ওভারের শেষে শ্রীলঙ্কার স্কোর ২০৮/৫।

ODI World Cup Live: হাফসেঞ্চুরি চরিথ আসালঙ্কার

হাফসেঞ্চুরি চরিথ আসালঙ্কার। ৩২ ওভারের শেষে শ্রীলঙ্কার স্কোর ১৭২/৫।

BAN vs SL Live Score: ২৫ ওভারের শেষে বাংলাদেশের স্কোর ১৩৭/৫

৪২ বলে ৪১ রান করে ফিরলেন সাদিরা সমরাবিক্রমা। ঘাতক শাকিব আল হাসান। নতুন ব্যাটার অ্যাঞ্জেলো ম্যাথিউজ় টাইম আউট হয়ে গেলেন। ২৫ ওভারের শেষে বাংলাদেশের স্কোর ১৩৭/৫।

ODI WC Live: ১৫ ওভারের শেষে শ্রীলঙ্কার স্কোর ৮৪/৩

৩০ বলে ১৯ রান করে শাকিব আল হাসানের বলে ফিরলেন কুশল মেন্ডিস। ৩৬ বলে ৪১ রান করে ফিরলেন তাঞ্জিম হাসানের বলে আউট পাথুম নিশাঙ্কা। ১৫ ওভারের শেষে শ্রীলঙ্কার স্কোর ৮৪/৩।

BAN vs SL Live Score: ৮ ওভারের শেষে শ্রীলঙ্কার স্কোর ৪৩/১

২৫ বলে ৩৩ রান করে ক্রিজে পাথুম নিসাঙ্কা। সঙ্গে কুশল মেন্ডিস। ৮ ওভারের শেষে শ্রীলঙ্কার স্কোর ৪৩/১।

BAN vs SL Live: শোরিফুল ইসলামের বলে কট বিহাইন্ড কুশল পেরেরা

শোরিফুল ইসলামের বলে কট বিহাইন্ড কুশল পেরেরা। উইকেটের পিছনে অবিশ্বাস্য ক্যাচ মুশফিকুর রহিমের। ৩ ওভারের শেষে শ্রীলঙ্কার স্কোর ১৮/১। 

ODI World Cup Live: প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত শাকিব আল হাসানের

টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত শাকিব আল হাসানের। জানালেন, ম্যাচের দ্বিতীয়ার্ধে শিশির পড়বে নয়াদিল্লিতে। সেই পরিস্থিতিতে বোলাররা সমস্যায় পড়বেন।

প্রেক্ষাপট

নয়াদিল্লি: এক দলের সামনে বিশ্বকাপের (ODI World Cup) শেষ চারের দরজা বন্ধ। সমীকরণ কঠিন হলেও এখনও বিশ্বকাপে টিকে রয়েছে অন্য দল। বাংলাদেশ ও শ্রীলঙ্কা (BAN vs SL)। বিশ্বকাপ থেকে এর মধ্যেই ছিটকে গিয়েছে বাংলাদেশ। তারপরও টাইগারদের জন্য শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি মহা গুরুত্বপূর্ণ। কারণ জিতলে অন্তত আগামী চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার আশা টিকে থাকবে। পয়েন্ট টেবিলের প্রথম সাতের মধ্যে থাকতে হবে শাকিব আল হাসানদের। সেই লক্ষ্যেই মাঠে নামবে বাংলাদেশের ক্রিকেটারেরা। 


শ্রীলঙ্কার বিপক্ষে সোমবার শুধু জয় পেলেই চলবে না, একই সঙ্গে রান রেটের বিষয়টি মাথায় রাখতে হবে বাংলাদেশকে। বিশ্বকাপে ৭টি ম্যাচ খেলে ২টি জয়ে শ্রীলঙ্কার সংগ্রহ ৪ পয়েন্ট। তাদের রানরেট -১.১৬২। অন্য দিকে সমান ম্যাচে ২ পয়েন্ট নিয়ে নয় নম্বরে থাকা বাংলাদেশের রান রেট -১.৪৪৬। এদিন জয় পেলে টাইগাদের পয়েন্টও হবে ৪। তখন এই রান রেটই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। এছাড়া অন্য দলগুলোর দিকে তাকিয়ে থাকতে হবে তো বটেই।


ওয়ান ডে ক্রিকেটে এখনও পর্যন্ত ৫৩ বার একে অন্যের মুখোমুখি হয়েছে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা। জয়ের পাল্লায় শ্রীলঙ্কা অনেকটা এগিয়ে। ৪২ ম্যাচে জিতেছে তারা। আর বাংলাদেশ জিতেছে মাত্র নয় ম্যাচে। আর বিশ্বকাপে দলদুটি মুখোমুখি হয়েছে তিন বার। তিনবারই জিতেছে শ্রীলঙ্কা। আজ এই পরিসংখ্যান বদলে দেওয়ার পাশাপাশি চ্যাম্পিয়ন্স ট্রফির দৌড়ে নিজেদের ধরে রাখাই মূল লক্ষ্য টাইগারদের। সোমবারের ম্যাচের প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে নজর রাখুন এবিপি লাইভে।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.