নয়াদিল্লি: রঙিন জার্সিতে দিন-রাতের ম্যাচে টক্কর আগে অনেকবারই হয়েছে ইডেনে। এবার সাদা জার্সিতে দিন-রাতের ম্যাচ হবে ক্রিকেটের নন্দন কাননে। ইডেন গার্ডেনে ভারতের বিরুদ্ধে আসন্ন সিরিজের ডে-নাইট টেস্ট খেলতে রাজি হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দুই দলের আসন্ন সিরিজের দ্বিতীয় টেস্ট হবে দিন-রাতের। এটিই হবে উভয় দলেরই প্রথম ডে-নাইট টেস্ট।
বাংলাদেশের কোচ রাসেল ডোমিঙ্গো বলেছেন, ভারতের বিরুদ্ধে ইডেন গার্ডেনে দারুণ একটা ম্যাচ হবে, খুব ভালো সুযোগ। ভারতও এর আগে কখনও দিন-রাতের টেস্ট খেলেনি। দুটি দলের কাছেই এটি একেবারেই নতুন এবং এজন্যই তা দুই দলকে সম্ভবত কাছাকাছি আনবে।দুই দলই জানে না, কী হতে চলেছে। তাই এই চ্যালেঞ্জ আমরা নিতে চাই। আমাদের কয়েকজন প্লেয়ার সন্দিহান ছিলেন। কিন্তু আমরা উত্সুক। কোন ব্র্যান্ডের বল ব্যবহার করা হবে, তা জানি না। সম্ভবত প্রস্তুতির জন্য খুব বেশি সময় পাওয়া যাবে না। কিন্তু এ ব্যাপারে আমরা উত্সুক।
ইডেনে দিন-রাতের টেস্টের মূল কারিগর বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। স্টেডিয়ামে দর্শক টানতে দিন-রাতের টেস্ট খেলার ব্যাপারে বিসিবি-কে রাজি করানোর ব্যাপারে মূখ্য ভূমিকা সৌরভই নিয়েছেন।
বোর্ড সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর গত বৃহস্পতিবার মুম্বই ক্রিকেট সেন্টারে ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে দেখা করেন সৌরভ। ওই বৈঠকে প্রাক্তন অধিনায়ক দিন-রাতের টেস্ট নিয়ে কোহলির সঙ্গে কথা বলেন বলেই মনে করা করা হচ্ছে।
ভারতীয় দল এর আগে ডে-নাইট টেস্ট নিয়ে ততটা উত্সাহী ছিল না। ভারত গত বছর অস্ট্রেলিয়া সফরে অ্যাডিলেডে গোলাপি বলের টেস্ট খেলার পরিকল্পনায় সায় দেয়নি। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ডে-নাইট টেস্টের উদ্যোগ ভারতীয় দলের আগ্রহের অভাবের কারণেই চাপা পড়ে গিয়েছিল।
সৌরভ বরাবরই গোলাপি বলেরই ক্রিকেটের পক্ষে সওয়াল করেছেন। ২০১৬-১৭ তে বোর্ডের টেকনিক্যাল কমিটির প্রধান থাকার সময়ও গোলাপি বলের টেস্ট নিয়ে আগ্রহ প্রকাশ করেছিলেন সৌরভ। তখন তিনি দিন-রাতের ঘরোয়া ক্রিকেটের সুপারিশ চালু করেছিলেন।
নেপথ্যে সৌরভ, ভারতে প্রথম, ইডেন গার্ডেনে দিন-রাতের টেস্ট খেলতে রাজি বাংলাদেশ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
29 Oct 2019 07:34 PM (IST)
রঙিন জার্সিতে দিন-রাতের ম্যাচে টক্কর আগে অনেকবারই হয়েছে ইডেনে। এবার সাদা জার্সিতে দিন-রাতের ম্যাচ হবে ক্রিকেটের নন্দন কাননে। ইডেন গার্ডেনে ভারতের বিরুদ্ধে আসন্ন সিরিজের ডে-নাইট টেস্ট খেলতে রাজি হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দুই দলের আসন্ন সিরিজের দ্বিতীয় টেস্ট হবে দিন-রাতের। এটিই হবে উভয় দলেরই প্রথম ডে-নাইট টেস্ট।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -