ঢাকা: ভারতের বিরুদ্ধে আসন্ন টি ২০ সিরিজের দলে বাংলাদেশ দলে ফেরানো হল স্পিনার আরাফত সানি ও পেসার আল-আমিন হোসেনকে। ভারতের বিরুদ্ধে টি ২০ সিরিজের জন্য বাংলাদেশের ১৫ সদস্যের যে স্কোয়াড ঘোষণা হয়েছে, সেখানে এই দুইজনের অন্তর্ভূক্তিতে সংশ্লিষ্ট মহল কিছুটা অবাক। কারণ, দীর্ঘদিন ধরেই সানি ও আল-আমিন নির্বাচকদের বিবেচনায় ছিলেন না।
মুখ্য নির্বাচক মিনহাজুল আবেদনি জানিয়েছেন, ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে ভালো বোলিং করছেন সানি। আমাদের দলে সাকিব এমনিতেই রয়েছেন। কিন্তু আমাদের সংক্ষিপ্ততম ফর্ম্যাটে খেলার অভিজ্ঞতা রয়েছে,এমন কাউকে আমাদের প্রয়োজন।
তিনি আরও বলেছেন, ভারতীয় পিচে কিছু পরিমাণ ঘাস নজরে এসেছে।সেজন্যই আল-আমিনকে নেওয়া হয়েছে। সাম্প্রতিক অতীতে আল-আমিন তাঁর ফিটনেসে অনেকটাই উন্নতি করেছেন। তিনি বলে সিম করাতে পারেন এবং আমরা দেখেছি যে, যে বোলাররা সিম করাতে পারেন, তাঁরা ভারতে বেশ সফল হয়েছেন।
বাংলাদেশের স্কোয়াডের বাইরে রাখা হয়েছে তাইজুল ইসলাম,সাব্বির রহমান ও নাজমুল হোসেনের মতো খেলোয়াড়দের। আফগানিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের দলে তাঁরা ছিলেন। রুবেল হোসেনও দলে জায়গা পাননি।
ভারত সফরে তিন ম্যাচের টি ২০ সিরিজের পর দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। টেস্টের জন্য দল পরে ঘোষণা করা হবে।
বাংলাদেশের টি ২০ দল-শাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, মহম্মদ নাইম, মুশফিকর রহিম, মাহমুদুল্লাহ,আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, আমিনুল ইসলাম, আরাফত সানি, মহম্মদ সইফুদ্দিন, আল-আমিন হোসেন, মুস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম
ভারতের বিরুদ্ধে টি ২০ সিরিজের জন্য দল ঘোষণা বাংলাদেশের, ডাক পেলেন আরাফত সানি, আল-আমিন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
18 Oct 2019 09:08 AM (IST)
ভারতের বিরুদ্ধে আসন্ন টি ২০ সিরিজের দলে বাংলাদেশ দলে ফেরানো হল স্পিনার আরাফত সানি ও পেসার আল-আমিন হোসেনকে। ভারতের বিরুদ্ধে টি ২০ সিরিজের জন্য বাংলাদেশের ১৫ সদস্যের যে স্কোয়াড ঘোষণা হয়েছে, সেখানে এই দুইজনের অন্তর্ভূক্তিতে সংশ্লিষ্ট মহল কিছুটা অবাক।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -