ঢাকা: বাংলাদেশের নতুন কোচ নিযুক্ত হলেন দক্ষিণ আফ্রিকার রাসেল ডোমিঙ্গো। তাঁর সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দু’বছরের চুক্তি হয়েছে। আগামী মাসে চট্টগ্রামে আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট ম্যাচের আগে বাংলাদেশ ক্রিকেট দলের দায়িত্ব নেবেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন কোচ।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান জানিয়েছেন, ‘রাসেলকে আমাদের দলের দায়িত্ব নেওয়ার জন্য পাওয়া যাবে বলেই তাঁকে বেছে নেওয়া হয়েছে। কোচ হিসেবে আরও কয়েকজনের কথা ভাবা হয়েছিল। কিন্তু আমরা এমন একজনকে চাইছিলাম, যাঁকে সবসময় পাওয়া যাবে। তাছাড়া রাসেলের অভিজ্ঞতাও আছে।’

এখন বাংলাদেশের অন্তর্বর্তী কোচের দায়িত্বে আছেন খালেদ মাহমুদ। ব্যাটিং কোচ নিল ম্যাকেঞ্জি ও বোলিং কোচ চার্ল ল্যাঙ্গেভেল্টের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছে বিসিবি। প্রধান কোচ স্টিভ রোডস বিশ্বকাপের পরেই বাংলাদেশের দায়িত্ব ছেড়ে দেন। নতুন কোচ হওয়ার দৌড়ে রাসেল ছাড়াও ছিলেন মাইক হেসন ও মিকি আর্থার। তবে শেষপর্যন্ত রাসেলই শাকিব আল হাসানদের নতুন কোচ হলেন।