বাংলাদেশের বিরুদ্ধে তাদেরই মাটিতে ওয়ান ডে সিরিজে গো হারা হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। তিন ম্যাচের সিরিজের প্রতিটি ম্যাচ জিতেছেন শাকিব আল হাসানরা। তার পুরস্কারও পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। তাই আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগ তালিকায় অনেকটাই ওপরে উঠে এসেছে বাংলাদেশ। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে ৩-০ ব্যবধানে ওয়ান ডে সিরিজ হারানোর ফলে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে বাংলাদেশ। ৩০ পয়েন্ট অর্জন করার পাশাপাশি শাকিব আল হাসানদের নেট রান রেট (১.৮৯৩) তালিকার সেরা। তালিকার প্রথম স্থানে থাকা অস্ট্রলিয়ার পয়েন্ট ৪০। তাদের নেট রান রেট ০.৩৫৭।
৩০ পয়েন্ট নিয়ে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগ তালিকার তৃতীয় স্থানে রয়েছে ইংল্যান্ড। দলের নেট রান রেট ০.৭৯। চতুর্থ স্থানে থাকা পাকিস্তানের পয়েন্ট ২০। নেট রান রেট ০.৭৪১। ২০ পয়েন্ট নিয়েও বিশ্বকাপ সুপার লিগ তালিকার পঞ্চম স্থানে অবস্থান করছে আফগানিস্তান। কারণ তাদের নেট রান রেট ০.৪৩৮। যা পাকিস্তানের থেকে অনেকটাই কম। ষষ্ঠ এবং সপ্তম স্থানে রয়েছে যথাক্রমে জিম্বাবোয়ে ও আয়ারল্যান্ড। দুই দলই দশ পয়েন্টে দাঁড়িয়ে রয়েছে। জিম্বাবোয়ের নেট রান রেট (-০.৭৪১) আয়ারল্যান্ডের (-১.১৭৫) থেকে বেশি।
আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের অন্তর্গত সিরিজে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদেরই মাটিতে ওয়ান ডে-তে হেরে গিয়েছে ভারতীয় ক্রিকেট দল। ফলে মাত্র ৯ পয়েন্ট নিয়ে তালিকার অষ্টম স্থানে রয়েছেন বিরাট কোহলিরা। ভারতের নেট রান রেট -০.১৭।