ঢাকা: ইতিহাস গড়ল বাংলাদেশ। টেস্ট ক্রিকেটের ইতিহাসে এই প্রথম অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ। স্পিনারদের দাপটে বহু আকাঙ্খিত এই জয় পেল বঙ্গ ব্রিগেড। তৃতীয় দিনের খেলার শেষে সুবিধাজনক জায়গায় ছিল অস্ট্রেলিয়া। কিন্তু সাকিব অল হাসান, তৈজুলদের বোলিংয়ের সামনে এদিন রুখে দাঁড়তে পারল না অসি ব্রিগেড। চতুর্থ দিনেই ২০ রানে সফরকারী দলকে হারাল বাংলাদেশ।





গতকালের ২ উইকেটে ১০৯ রান নিয়ে খেলা শুরু করেন অস্ট্রেলিয়ার দুই অপরাজিত ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার ও অধিনায়ক স্টিভ স্মিথ। তৃতীয় দিনের খেলার শেষে ওয়ার্নার ৭৫ ও স্মিথ ২৫ রানে ক্রিজে ছিলেন। এদিন সাবলীল ভঙ্গিতেই খেলা শুরু করেন দুই ব্যাটসম্যান। জয়ের জন্য প্রয়োজন ছিল ২৬৫ রান। ওয়ার্নার সেঞ্চুরি পূর্ণ করেন। কিন্তু এরপরই ওয়ার্নারকে ফিরিয়ে আঘাত হানেন সাকিব। অস্ট্রেলিয়ার ১৫৮ রানে তৃতীয় উইকেটের পতন হয়। কিছুক্ষণেই পরেই স্মিথ (৩৭) কে আউট করেন সাকিব। ১৭১ রানে চতুর্থ উইকেট হারায় অস্ট্রেলিয়া। এরপর পিটার হ্যান্ডসকোম্বকে তুলে নেন তৈজুল। ১৯২ রানে ষষ্ঠ উইকেট হারায় অস্ট্রেলিয়া। ম্যাথু ওয়েড সাকিবের ঘুর্নির শিকার হন। লাঞ্চের আগে আগরকে তুলে নেন তৈজুল। লাঞ্চ পর্যন্ত অস্ট্রেলিয়ার রান ছিল ৭ উইকেটে ১৯৯।

লাঞ্চের পর ফের আঘাত হানেন সাকিব। তুলে নেন ম্যাক্সওয়েলকে। এরপর লিওনকে আউট করেন মেহদি হাসান সিরাজ। হ্যাজেলউডকে আউট করে দলের জয় নিশ্চিত করেন তৈজুল। সাকিব ৮৫ রানে ৫ উইকেট এবং তৈজুল ৬০ রানে ৩ উইকেটে পেয়েছেন।

অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে ২৪৪ রানে অল আউট হয়ে যায়।

দুটি ইনিংসেই ৫ টি করে উইকেট নিয়ে ম্যাচের সেরা সাকিব।