বেঙ্গালুরু: বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে ধুমধাম করে সাফ চ্যাম্পিয়নশিপ (SAFF Championship 2023) আয়োজিত হচ্ছে। সেখানে মলদ্বীপের বিরুদ্ধে পিছিয়ে পড়েও ৩-১ স্কোরলাইনে দুরন্ত জয় পেয়ে টুর্নামেন্টের শেষ চারে পৌঁছনোর আশা টিকিয়ে রাখল বাংলাদেশ ফুটবল দল (Bangladesh vs Maldives)।


গ্রুপ 'বি'-র ম্য়াচে হামজা মহম্মদ ম্যাচের ১৭ মিনিটে মলদ্বীপকে এগিয়ে দেন। তবে প্রথমার্ধ শেষ হওয়ার আগেই ৪২ মিনিটে রাকিব হোসেন গোল করে বাংলাদেশকে সমতায় ফেরান। ১-১ স্কোরলাইনে প্রথমার্ধ শেষ হয়। দ্বিতীয়ার্ধে ৬৭ মিনিটে তারিখ কাজি গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন। ম্যাচের ৯০তম মিনিটে শেখ মোরসালিন বাংলাদেশের হয়ে তৃতীয় গোলটি করে দলের জয় সুনিশ্চিত করেন।  


মরণ বাঁচন ম্যাচে বাংলাদেশের খেলায় শুরুর দিকে কিন্তু তেমন মরিয়া ভাব চোখে পড়েনি। সেই সুযোগটাই কাজে লাগিয়ে মলদ্বীপ ম্যাচে এগিয়ে যায়। এক গোলে পিছিয়ে পড়ার পরেই বাংলাদেশ ফুটবলাররা তেড়েফুড়ে উঠে আক্রমণ শুরু করেন। রাকিবের হাত ধরেই বাংলাদেশের ম্যাচে ফেরার লড়াইটা শুরু করে। তাঁর হাত ধরেই বাংলাদেশ ম্যাচে ফেরে। ফ্রি-কিক থেকে রাকিবের হেডে ম্যাচে সমতায় ফেরে ওপার বাংলার দল। দ্বিতীয়ার্ধে নিজেদের আক্রমণের ঝাঁঝ বজায় রাখেন বাংলাদেশের ফুটবলাররা।


দ্বিতীয়ার্ধে কর্নার থেকে মলদ্বীপ রক্ষণ বল ক্লিয়ার করতে ব্যর্থ হয়। সেই সুযোগ কাজে লাগিয়েই কাজি বাংলাদেশকে ম্যাচে এগিয়ে দেন। ম্যাচে পিছিয়ে পড়ে মলদ্বীপ ফুটবলাররা কিছুটা আশাহতই হয়ে পড়েন। অপরদিকে, বাংলাদেশ ফুটবলাররা আরও গোলের খোঁজে নিজের আক্রমণ অব্যাহত রাখেন। নির্ধারিত সময়ের শেষ মিনিটে লাভবানও হয় বাংলাদেশ। শরিফকে বোকা বানিয়ে শেখ মোরসালিন জোরালো শটে বাংলাদেশের হয়ে তৃতীয় গোলটি করে জয় সুনিশ্চিত করেন।


 



 


গ্রুপ 'বি'-তে মলদ্বীপের দখলেও তিন পয়েন্ট রয়েছে। তাঁরা নিজেদের প্রথম ম্যাচে ২-০ স্কোরলাইনে ভুটানকে পরাজিত করেছিল। গ্রুপের আরেক গল লেবাননের দখলেও তিন পয়েন্ট রয়েছে। পরের রাউন্ডে পৌঁছতে হলে তিন দলকেই নিজেদের পরের ম্যাচ জিততে হবে। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ২৮ জুন লেবাননের মুখোমুখি হবে মলদ্বীপ এবং ভুটানের বিরুদ্ধে মাঠে নামবে বাংলাদেশ। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: লক্ষ্মীলাভ করতেও ভরসা উপকারী লবঙ্গ! লাভ পাবেন চাষিরা