ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে ঢাকায় বিশ্ব একাদশের বিরুদ্ধে এশিয়া একাদশের যে দু’টি টি-২০ ম্যাচ আয়োজন করার কথা ছিল, করোনা ভাইরাসের কারণে সেই ম্যাচদু’টি স্থগিত রাখা হচ্ছে বলে জানিয়ে দিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান। তিনি আরও জানিয়েছেন, এ আর রহমানের যে কনসার্ট হওয়ার কথা ছিল, সেটিও পিছিয়ে যাচ্ছে।


আজ সাংবাদিক বৈঠকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি জানিয়েছেন, ‘আমাদের কাছে দু’টি পথ খোলা ছিল। ১৮ তারিখ একটি কনসার্ট হওয়ার কথা ছিল। শুরুতে ঠিক হয়েছিল, ছোট আকারে এই কনসার্ট আয়োজন করা হবে। কিন্তু পরে আমরা ঠিক করি, বড় আকারে এই কনসার্ট আয়োজন করব। সেই কারণেই আমরা এই মুহূর্তে কনসার্ট আয়োজন করতে চাইছি না। ছোট আকারে না করে, কনসার্ট পিছিয়ে দিচ্ছি। ১৮ তারিখ কনসার্ট হচ্ছে না। পরিস্থিতির উন্নতি হলে বড় আকারে কনসার্ট হবে। ২১ ও ২২ তারিখের ম্যাচ আয়োজনের ক্ষেত্রেও আমাদের সমস্যা হচ্ছে। খেলোয়াড়দের এখানে আসা এবং খেলা নিয়ে সংশয় নেই। কিন্তু এখন আমরা কনসার্ট ও ম্যাচ পিছিয়ে দিচ্ছি। আগামী দু’মাসে পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নেওয়া হবে।’

চিন, ইতালি, ইরান, জাপানের মতো ভয়াবহ আকার ধারণ না করলেও, বাংলাদেশেও ক্রমশঃ ছড়িয়ে পড়ছে করোনা ভাইরাস। সাধারণ মানুষ আতঙ্কিত। বিশ্বের সর্বত্র বড় জমায়েত এড়িয়ে যাওয়া হচ্ছে। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ স্থগিত রেখেছে ফিফা। ইতালির ফুটবল লিগ সিরি আ-র ম্যাচে দর্শকদের প্রবেশাধিকার নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। এবার বাংলাদেশের ক্রীড়াক্ষেত্রেও এই ভাইরাসের প্রভাব পড়ল।