ঢাকা: পারফরম্যান্সে নেই ধারাবাহিকতা। এই কারণেই বাংলাদেশ দলের ছয় ক্রিকেটারকে চুক্তি থেকে বাতিল করল সে দেশের ক্রিকেট বোর্ড (বিসিবি)। যে ছয়জনকে বোর্ডের কেন্দ্রীয় চুক্তির বাইরে রাখা হয়েছে তাঁদের মধ্যে রয়েছেন সৌম্য সরকার ও ইমরুল কায়েস। এছাড়াও রয়েছেন, মোসাদ্দেক হোসেন, সাব্বির রহমান, তাসকিন আহমেদ, কামরুল ইসলাম রব্বি।
জাতীয় নির্বাচক হাবিবুল বাশার বলেছেন, এভাবে ক্রিকেটারদের পরিস্থিতি অনুযায়ী তৈরি হওয়ার বার্তা বোর্ড দিয়েছে।
গত বুধবার বিসিবি চুক্তিতে ১০ ক্রিকেটারকে অন্তর্ভূক্ত করেছে। বাকি তিনজন পরে অন্তর্ভূক্ত হবেন।
বাশার জানিয়েছেন, চুক্তির ক্ষেত্রে আমরা সেই সব খেলোয়াড়দের অগ্রাধিকার দিয়েছি, যাঁরা গত এক বছরে ধারাবাহিকভাবে পারফর্ম করেছেন। কিছু খেলোয়াড় দলে নিয়মিত জায়গাও হারিয়েছেন। তাঁদের একটা বার্তা দেওয়ার প্রয়োজন। চুক্তি থেকে বাদ মানে তাঁদের পক্ষে দলের দরজা বন্ধ হয়ে যাওয়া নয়। ভবিষ্যতে সবাই সমান সুযোগই পাবেন।
যাঁরা বোর্ডের চুক্তিতে রয়েছেন, তাঁরা হলেন-মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মুমিনুল হক, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, তাইজুল ইসলাম, মেহেদী হাসান ।
বোর্ডের সভাপতি নাজমুল হাসান জানিয়েছেন, চুক্তিতে থাকা খেলোয়াড়দের এ বছর পারিশ্রমিক বাড়ানো হবে না। সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত সাকিব, মুশফিকর ও মুর্তাজা মাসে ৪,২০,০০০ টাকা পান।

২০১৭-তে বাংলাদেশ নিউজিল্যান্ড, ভারত ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে হেরে গিয়েছে। শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ ড্র রাখতে পেরেছে।

একদিনের ক্রিকেটে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল পর্যন্ত পৌঁছতে পেরেছিল বাংলাদেশ। কিন্তু  ১৪ ম্যাচের চারটি ছাড়া বাকি সবকটিতে হারের মুখ দেখতে হয়েছে। সাতটি টি ২০ ম্যাচের মধ্যে মাত্র একটিতে জয়ী হয়েছে তারা।