গলায় বল লেগে গুরুতর আহত বাংলাদেশের ক্রিকেটার সুহরাওয়াড়ি শুভ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 18 Jun 2016 05:37 PM (IST)
ঢাকা: ফের ফিল হিউজকাণ্ডের ছায়া৷ গলায় বল লেগে গুরুতর আহত বাংলাদেশের ক্রিকেটার সুহরাওয়াড়ি শুভ৷ হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে৷ ঢাকায় ঘরোয়া একটি লিগ ম্যাচে ব্যাট করছিলেন শুভ৷ বল করছিলেন বাংলাদেশের জাতীয় দলের আর এক ক্রিকেটার তাস্কিন আহমেদ৷ তাস্কিনের ছোঁড়া বাউন্সার এসে লাগে শুভর গলায়৷ সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন তিনি৷ আতঙ্ক ছড়ায় মাঠে৷ সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়৷ চিকিত্সকেরা জানিয়েছেন, তাঁর সারভাইকাল ভার্টিব্রায় চোট লেগেছে৷ ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁকে৷ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিকিত্সক মণিরুল আমিন জানিয়েছেন, মস্তিষ্কে আঘাত ও অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়নি, প্রাথমিক রিপোর্টে এমনটাই জানা গিয়েছে। শুভ দেশের হয়ে ১৭ টি আন্তর্জাতিক একদিনের ম্যাচ খেলেছে। ২০১১-এর বিশ্বকাপে বাংলদেশ দলের সদস্য ছিলেন তিনি।