সিলেট: শাই হোপের অপরাজিত শতরান বিফলে গেল। তৃতীয় একদিনের ম্যাচে সহজেই ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটে হারিয়ে দিল বাংলাদেশ। ফলে টেস্টের পর একদিনের সিরিজও দখলে নিল বাংলাদেশ। এরপর দু’দল তিনটি টি-২০ ম্যাচ খেলবে। সেই সিরিজও জয়ের লক্ষ্যেই মাঠে নামবেন বাংলাদেশের ক্রিকেটাররা।


টেস্ট সিরিজে ২-০ জয় পায় বাংলাদেশ। এরপর প্রথম একদিনের ম্যাচও জেতে ‘টাইগার’ বাহিনী। দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরায় ওয়েস্ট ইন্ডিজ। আজ তৃতীয় একদিনের ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক মাশরাফি মোর্তাজা। ওপেনার হোপ ছাড়া আর কোনও ক্যারিবিয়ান ব্যাটসম্যানই বড় রান করতে পারেননি। হোপ একা লড়াই করে ১০৮ রানে অপরাজিত থাকেন। বাংলাদেশের হয়ে মেহেদি হাসান ২৯ রান দিয়ে ৪ উইকেট নেন। শাকিব আল হাসান ও মাশরাফি দু’টি করে উইকেট নেন। ৯ উইকেটে ১৯৮ রান করে ওয়েস্ট ইন্ডিজ।

রান তাড়া করতে নেমে শুরুটা ভাল করেন বাংলাদেশের দুই ওপেনার তামিম ইকবাল (অপরাজিত ৮১) ও লিটন দাস (২৩)। তিন নম্বরে নামা সৌম্য সরকার করেন ৮০ রান। ৩৮.৩ ওভারেই জয় তুলে নেয় বাংলাদেশ।