চোটের জন্য পারথ টেস্টে খেলতে পারছেন না রোহিত শর্মা ও রবিচন্দ্রন অশ্বিন। তাঁদের বদলে হনুমা বিহারী ও উমেশ যাদবকে দলে নেওয়া হয়েছে। ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি জানিয়েছেন, টসে জিতলে তিনিও ব্যাটিং করারই সিদ্ধান্ত নিতেন। প্রথম ম্যাচে জিতে আত্মবিশ্বাসী হয়ে উঠলেও, দল আত্মতুষ্ট না হয়ে পারথ টেস্টেও জেতার চেষ্টা করবে বলেই জানিয়েছেন বিরাট।