পারথ: প্রথম টেস্টে ভারতীয় দল অনায়াসে জিতলেও, দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়াই জিতবে বলে আশাবাদী প্রাক্তন লেগস্পিনার শেন ওয়ার্ন। শুধু তাই নয়, তাঁর ভবিষ্যৎবাণী, অ্যারন ফিঞ্চ শতরান করবেন এবং মিচেল স্টার্ক ১০ উইকেট নেবেন। প্রথম দিন অবশ্য ওয়ার্নের একটি ভবিষ্যৎবাণী মেলেনি। ফিঞ্চ ওপেন করতে নেমে ৫০ রান করে জসপ্রীত বুমরাহর বলে এলবিডব্লু হয়ে গিয়েছেন। এখন দেখার আগামী চার দিনে স্টার্ক কী করেন।


পারথ টেস্ট শুরু হওয়ার আগে ওয়াকার প্রধান পিচ কিউরেটর ব্রেট সিপথর্প সবুজ পিচের আবরণ উন্মোচন করে বলেন, তাঁদের যত বেশি সম্ভব বাউন্সি পিচ তৈরি করতে বলা হয়েছে। অতীতে পারথের পিচে ভারতের ব্যাটসম্যানরা বারবার সমস্যায় পড়েছেন। তবে এবার ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি বলেছেন, তাঁরা এই পিচে খেলা নিয়ে আশঙ্কিত নন, বরং উত্তেজিত।

প্রথম দিন টসে জিতে ব্যাট করতে নেমে দিনের শেষে অস্ট্রেলিয়ার রান ৬ উইকেটে ২৭৭। ইশান্ত শর্মা ও হনুমা বিহারী দু’টি করে উইকেট নিয়েছেন। একটি করে উইকেট নেন বুমরাহ ও উমেশ যাদব। প্রথম সেশনে অস্ট্রেলিয়ার দাপট থাকলেও, দ্বিতীয় সেশন থেকে ঘুরে দাঁড়িয়েছে ভারত।