ঢাকা: আর দেড় মাস পরেই শুরু হচ্ছে বিশ্বকাপ। দল ঘোষণার শেষ দিন এ মাসের ২৩ তারিখ। তার আগে দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের চোট-আঘাত নিয়ে চিন্তায় বাংলাদেশ। দুই পেসার মুস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন এবং ব্যাটসম্যান মাহমুদুল্লাহ রিয়াদের চোট। এছাড়া অভিজ্ঞ ব্যাটসম্যান তামিম ইকবাল, উইকেটরক্ষক মুশফিকুর রহিম, পেসার তাসকিন আহমেদ, অফস্পিনার মেহদি হাসান মিরাজেরও চোট। তাঁদের সুস্থ করে তোলার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী।
গত বৃহস্পতিবার ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচের জন্য ওয়ার্ম আপ করতে গিয়ে গোড়ালিতে চোট পান মুস্তাফিজুর। তাঁকে অন্তত দু’সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে বলে মনে করা হচ্ছে। ২৩ বছরের এই পেসার যাতে চোট না পান, সেই কারণে তাঁকে আইপিএল-এ খেলার অনুমতি দেয়নি বিসিবি। যদিও ম্যাচ ফিট থাকার জন্য ঘরোয়া ৫০ ওভারের লিগে খেলার অনুমতি দেওয়া হয়। সেই প্রতিযোগিতায় খেলতে গিয়েই চোট পেলেন এই বাঁ হাতি পেসার। তাঁর চোটের বিষয়ে দেবাশিস জানিয়েছেন, ‘মুস্তাফিজুরের অবস্থা একটু ভাল। আমরা আশাবাদী, ও বিশ্বকাপ খেলতে পারবে।’
নিউজিল্যান্ড সফরে কাঁধে চোট পান মাহমুদুল্লাহ। তিনি গত সপ্তাহ থেকে অনুশীলন শুরু করেছেন। রুবেলও চোট সারিয়ে দু-একদিনের মধ্যে অনুশীলন শুরু করতে পারবেন বলে আশাবাদী দেবাশিস। তিনি আরও জানিয়েছেন, মুশফিকুর, তামিম ও তাসকিন চোট সারিয়ে ফিট হয়ে উঠছেন। গত সপ্তাহে লিগ ম্যাচ খেলতে গিয়ে আঙুলে চোট পান মেহদি। তবে তিনি মাঠে ফিরেছেন।
বিশ্বকাপের আগে আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ত্রিদেশীয় প্রতিযোগিতা খেলবে বাংলাদেশ। এই প্রতিযোগিতা শুরু হবে ৫ মে থেকে। এ বিষয়ে বিসিবি-র মুখ্য নির্বাচক মিনহাজুল আবেদিন জানিয়েছেন, ‘আশা করি ত্রিদেশীয় প্রতিযোগিতা ও বিশ্বকাপে আমাদের সব নিয়মিত খেলোয়াড়কে পাব। আশা করছি দু-একদিনের মধ্যেই দল ঘোষণা করা যাবে।’
বিশ্বকাপের দল ঘোষণার আগে ক্রিকেটারদের চোট-আঘাত নিয়ে সমস্যায় বাংলাদেশ
Web Desk, ABP Ananda
Updated at:
15 Apr 2019 06:47 PM (IST)
গত বৃহস্পতিবার ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচের জন্য ওয়ার্ম আপ করতে গিয়ে গোড়ালিতে চোট পান মুস্তাফিজুর। তাঁকে অন্তত দু’সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে বলে মনে করা হচ্ছে।
ছবি সৌজন্যে ট্যুইটার
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -