মুম্বই: ইংল্যান্ড হোক বা দক্ষিণ আফ্রিকা, ভারতীয় ক্রিকেট দল যে দেশেই খেলে, গ্যালারিতে বিপুল সমর্থন পেয়ে যায়। কিন্তু বাংলাদেশই একমাত্র জায়গা যেখানকার পরিবেশটা একেবারে আলাদা। সেখানে কেউ ভারতীয় দলের জন্য গলা ফাটায় না। রোহিত শর্মার সেরকমই উপলব্ধি।

বাংলাদেশের ওপেনিং ব্যাটসম্যান তামিম ইকবালের সঙ্গে একটি ফেসবুক লাইভ চ্যাটে কথা বলছিলেন রোহিত। সেখানেই তিনি বলেন, "আমি জানি ম্যাচ খেলতে মাঠে নামার সময় ভক্তরা বাংলাদেশকে কীভাবে সমর্থন করে। কোনও রকম সমর্থন ছাড়া ভারত খেলতে অভ্যস্ত নয়। তবে বাংলাদেশই একমাত্র জায়গা যেখানে আমরা কোনও সমর্থন পাই না।"

"এখন সম্পূর্ণ ভিন্ন বাংলাদেশ দলকে দেখি আমরা। দলটির  মধ্যে এখন সাফল্যের খিদে রয়েছে প্রবল," যোগ করেন রোহিত।

বাংলাদেশ গেলে বিষয়টা অন্যরকম হয়ে যায়, হঠাৎ এমন কথা কেন বললেন রোহিত? সে ব্যাখ্যাও দিয়েছেন তিনি। ভারতীয় ওপেনার বলেন, “ভারত আর বাংলাদেশ- দুই দেশের ক্রিকেটপ্রেমীদেরই এই খেলার প্রতি দারুণ প্যাশন, ভালবাসা। কোনও ভুল করলেই তাই সমালোচনার মুখে পড়তে হয় আমাদের। শুধু সংবাদমাধ্যমই নয়, দর্শকদের কটাক্ষও শুনতে হয়। আমি নিশ্চিত, বাংলাদেশের ছবিটাও একইরকম। কারণ আমি অনেকবার সেখানে গিয়েছি। মানুষের উৎসাহ অনুভব করেছি। বিশেষ করে আমরা যখন মাঠে নামি, পরিবেশটা অবিশ্বাস্য হয়ে যায়। যেখানেই যাই, সমর্থক পাই। কিন্তু বাংলাদেশই একমাত্র জায়গা যেখানে আমরা সমর্থন পাই না।”