ঢাকা: ভারতীয় দলের প্রাক্তন ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গারকে এবার বাংলাদেশ দলের সঙ্গে দেখা যেতে পারে। ভারতের এই প্রাক্তন ক্রিকেটারকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে ব্যাটিং পরামর্শদাতা হওয়ার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে বাঙ্গার এই দায়িত্ব নেবেন কি না, সেটা এখনও জানা যায়নি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিফ এগজিকিউটিভ নিজামুদ্দিন চৌধুরী জানিয়েছেন, ‘আমরা বাঙ্গারের সঙ্গে কথা বলেছি। তবে এখনও বিষয়টি চূড়ান্ত হয়নি। আমরা আরও কয়েকজনের সঙ্গেও এ বিষয়ে কথা বলছি।’

বাংলাদেশ ক্রিকেট বোর্ড সূত্রে খবর, দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার নিল ম্যাকেঞ্জি সীমিত ওভারের ক্রিকেটে বাংলাদেশের ব্যাটিং কোচ হিসেবে কাজ করলেও, টেস্টে কাজ চালিয়ে যেতে রাজি নন। সেই কারণেই বাঙ্গারকে প্রস্তাব দেওয়া হয়েছে। জুনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দু’টি টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ। সেই সিরিজের জন্যই বাঙ্গারকে প্রস্তাব দেওয়া হয়েছে। তিনি এই প্রস্তাব গ্রহণ করলে এ বছরের জুন থেকে আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত শাকিব আল-হাসানদের ব্যাটিং পরামর্শদাতা হিসেবে কাজ করতে পারেন।