জুলাই মাসে সিরিজ খেলতে যাওয়ার আগে শ্রীলঙ্কার পরিস্থিতি খতিয়ে দেখছে বাংলাদেশ
Web Desk, ABP Ananda | 08 May 2019 05:58 PM (IST)
জুলাই মাসে শ্রীলঙ্কায় গিয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে একটি ওয়ান ডে সিরিজ খেলার কথা বাংলাদেশের। সিরিজটি ডিসেম্বর মাস থেকে এগিয়ে জুলাইয়ে করা হয়েছে। তবে ২১ এপ্রিল কলম্বোয় ধারাবাহিক বিস্ফোরণের পর পরিবর্তিত পরিস্থিতিতে সিরিজ নিয়ে সতর্ক পদক্ষেপ করতে চায় বাংলাদেশ
ঢাকা: শ্রীলঙ্কায় ধারাবাহিক বিস্ফোরণের রেশ এবার কি পড়তে পারে বাইশ গজেও? কিছুটা সেরকমই ইঙ্গিত পাওয়া গিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক শীর্ষ কর্তার কথায়। জুলাই মাসে শ্রীলঙ্কায় দ্বিপাক্ষিক সিরিজ খেলতে যাওয়ার আগে সে দেশের পরিস্থিতি খতিয়ে দেখা হবে বলে জানালেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিফ এগজিকিউটিভ অফিসার (সিইও) নিজামুদ্দিন চৌধুরী। মার্চ মাসে নিউজিল্যান্ডের মাটিতে অল্পের জন্য প্রাণরক্ষা হয়েছিল বাংলাদেশের ক্রিকেটারদের। একটি মসজিদে নমাজ পড়তে যাওয়ার সময় জঙ্গি হামলা হয়েছিল। বাংলাদেশের ক্রিকেটারেরা কোনওমতে বেঁচে গেলেও ওই হামলায় ৫১জন প্রাণ হারিয়েছিলেন। যে কারণে এবার ঝুঁকি নিতে নারাজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তারা। জুলাই মাসে শ্রীলঙ্কায় গিয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে একটি ওয়ান ডে সিরিজ খেলার কথা বাংলাদেশের। সিরিজটি ডিসেম্বর মাস থেকে এগিয়ে জুলাইয়ে করা হয়েছে। তবে ২১ এপ্রিল কলম্বোয় ধারাবাহিক বিস্ফোরণের পর পরিবর্তিত পরিস্থিতিতে সিরিজ নিয়ে সতর্ক পদক্ষেপ করতে চায় বাংলাদেশ। যদিও নিজামুদ্দিন বলেছেন, 'সিরিজ অনিশ্চিত বলব না। তবে বাংলাদেশ বিদেশ মন্ত্রক ও শ্রীলঙ্কায় বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে আমরা পরিস্থিতি খতিয়ে দেখছি।' পাশাপাশি তিনি যোগ করেছেন, 'আমরা দেখতে চাই বর্তমান পরিস্থিতি নিয়ে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড কী বলে।'