পোর্ট এলিজাবেথ: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন বাংলাদেশের (Bangladesh) তারকা পেসার তাসকিন আহমেদ (Taskin Ahmed) ও শরিফুল ইসলাম। পোর্ট এলিজাবেথে হতে চলা দ্বিতীয় টেস্টে পাওয়া যাবে না এই দুজনকে। কাঁধের চোটের জন্য দ্বিতীয় টেস্টে পাওয়া যাবে না তাসকিনকে। এখনও পুরোপুরি ফিট হয়ে উঠতে পারেননি এই পেসার। অন্যদিকে ডারবান টেস্টে গোড়ালিতে চোট পেয়েছিলেন শরিফুল। তিনিও ফিট হয়ে উঠতে পারেননি। 


বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফে যে বিবৃতি দেওয়া হয়েছে, সেখানে জানানো হয়েছে যে, ''তাসকিন আহমেদ প্রথম টেস্টের দ্বিতীয় দিনে কাঁধে চোট পেয়েছিলেন। তিনি এখনও সেরে উঠতে পারেননি। তাই দ্বিতীয় টেস্টে পাওয়া যাবে না তাঁকে।''


উল্লেখ্য, প্রথম টেস্টের চতুর্থ দিনের দ্বিতীয় সেশনের শুরুতেই বাংলাদেশকে গুরুত্বপূর্ণ ব্রেক-থ্রু এনে দেন তাসকিন। রিভিউ নিয়ে ১০২ বলে ৬৪ রানের ইনিংস খেলা প্রোটিয়া অধিনায়ক ডিন এলগারকে সাজঘরে পাঠান তিনি। কিন্তু পাঁচ ওভার করেই ব্যথা পাওয়া ডান কাঁধ ধরে মাঠ থেকে বেরিয়ে যান। পরে আবার ফিরে এসে চা বিরতির আগে দুই ওভার বল করেন তিনি।


প্রধান নির্বাচক মিনহাজুল যোগ করেছেন, ''তাসকিন ও শরিফুল ছাড়াও স্কোয়াডে আরও চার পেসার রয়েছে। তাই আমাদের সবদিক ঠিকঠাক আছে।''


আগামী ৮ এপ্রিল পোর্ট এলিজাবেথে শুরু হবে দুই দলের সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। এর আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দক্ষিণ আফ্রিকাকে ২-১ ব্যবধানে হারিয়ে ইতিহাস গড়ে বাংলাদেশ।


এছাড়া বাংলাদেশের ক্রিকেটে নতুন তারকার উত্থান। ডারবানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রেকর্ডভাঙ্গা একটি সেঞ্চুরি করেছেন বাংলাদেশের ওপেনার মাহমুদুল হাসান জয়। ১৩৭ রানের ইনিংস খেলেছেন মাহমুদুল। বাংলাদেশের কোনও ক্রিকেটারের দক্ষিণ আফ্রিকার মাটিতে এটাই প্রথম সেঞ্চুরি। 


আরো পড়ুন: দিল্লি ক্যাপিটালস শিবিরে যোগ দিলেন ডেভিড ওয়ার্নার