শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৬৩ রানে জয় বাংলাদেশের
Web Desk, ABP Ananda | 20 Jan 2018 12:06 AM (IST)
ছবি সৌজন্যে ট্যুইটার
ঢাকা: একদিনের আন্তর্জাতিক ম্যাচে সবচেয়ে বড় ব্যবধানে জয় পেল বাংলাদেশ। শুক্রবার ত্রি-দেশীয় সিরিজের ম্যাচে শ্রীলঙ্কাকে ১৬৩ রানে হারিয়ে দিলেন তামিম ইকবালরা। বাংলাদেশের ৭ উইকেটে ৩২০ রানের জবাবে মাত্র ১৫৭ রানেই অলআউট হয়ে গেল শ্রীলঙ্কা। চন্দ্রিকা হাথুরাসিংঘে নতুন কোচ হওয়ার পর জিম্বাবোয়ের বিরুদ্ধে হারের পর বাংলাদেশের বিরুদ্ধেও হেরে গেল শ্রীলঙ্কা। এই ম্যাচে ব্যাট হাতে বাংলাদেশের বিরুদ্ধে দুর্দান্ত পারফরম্যান্স দেখান তামিম (৮৪), শাকিব আল হাসান (৬৭) ও মুশফিকুর রহিম (৬২)। শ্রীলঙ্কার কোনও ব্যাটসম্যানই বড় রান করতে পারেননি। শাকিব ব্যাটের পর বল হাতেও সাফল্য পান। তিনি ৪৭ রান দিয়ে ৩ উইকেট নেন। মাশরাফি মোর্তাজা ও রুবেল হোসেন দু’টি করে উইকেট নেন।