হোবার্ট: টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার ১২তে নিজেদের প্রথম ম্যাচে জয় ছিনিয়ে নিল বাংলাদেশ। নেদারল্যান্ডসের বিরুদ্ধে ৯ রানে ম্যাচ জয় শাকিব আল হাসানের দলের। বল হাতে দুরন্ত তাসকিন আহমেদ। একাই তুলে নিলেন ৪ উইকেট। 


শীতের আবহ, মেঘলা আকাশ। টস জিতে এদিন স্বাভাবিকভাবেই ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন নেদারল্যান্ডস অধিনায়ক স্কট এডওয়ার্ডস। বাংলাদেশ এদিন ৮ ব্যাটার নিয়ে মাঠে নেমেছিল। ওপেনে নাজমুল হোসেন শান্ত ও সৌম্য সরকার নেমেছিলেন। কিন্তু ২ জনের কেউই বড় রান পাননি। সৌম্য ২৫ রান করেন। শান্ত ১৪ রানে প্যাভিলিয়নে ফেরেন। লিটন দাস ও অধিনায়ক শাকিব আল হাসান যথাক্রমে ৯ ও ৭ রান করেন। মিডল অর্ডারে আফিফ হোসেন ৩৮ রানের ইনিংস খেলেন। লোয়ার অর্ডারে মোসাদ্দেক হোসেন ২০ রান করেন। শেষ পর্যন্ত বাংলাদেশ ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৪ রানই বোর্ডে তুলতে সক্ষম হয়।


জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত ব্য়বধানে উইকেট হারাতে থাকে নেদারল্যান্ডস। ইনিংসের প্রথম ২ বলেই পরপর ২ উইকেট নিয়ে নেন তাসকিন। শুরুতেই যে ভাঙন তিনি ধরান ডাচ ব্যাটিং লাইন আপে, তা থেকে বেরিয়ে আসতে পারেনি তারা। দলের হয়ে অর্ধশতরান হাঁকান কলিন আকারম্যান। ৬২ রানের ইনিংস খেললেও তা কোনও কাজে আসেনি। 


এদিকে, পাকিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপে রুদ্ধশ্বাস লড়াই ভারতের। বিরাট কোহলির নায়কোচিত অর্ধশতরান। ৪ উইকেটে পাক বধ ভারতের। মেলবোর্নের মহারণে বাজিমাত টিম রোহিতের। কিন্তু সব কিছুর মধ্যেও একটাই বিতর্ক বারবার তাড়া করে বেড়াচ্ছে। তা হল ম্যাচের শেষ ওভারে নওয়াজের নো বল। অনেকেই বলছেন সেটি নো ছিল না। পাক ক্রিকেট সমর্থক থেকে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটাররাও এই নিয়ে প্রশ্ন তুলছেন। এবার সেই তালিকায় শোয়েব আখতারও। 


কী বলছেন রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস?


ম্যাচের শেষ ওভারের চতুর্থ বলে স্ট্রাইকে ছিলেন বিরাট কোহলি। বোলার ছিলেন মহম্মদ নওয়াজ। সেই বলে বিরাট একটি ফুলটস ডেলিভারিটি বাউন্ডারি লাইনের বাইরে পাঠান। কিন্তু পাক ক্রিকেটারদের মনে হচ্ছিল যে সেই বলটি ক্রিজ থেকে অনেকটা এগিয়ে এসে শট খেলেছিলেন কোহলি। তাহলে নো বল কেন দেওয়া হল। তাঁদের মনে হচ্ছিল যে বলটি কোমরের উচ্চতায় না থেকে আরও নিচে নামত। যদিও আম্পায়ারের কাছে তারা রিভিউয়ের আবেদন জানালেও তা নাকচ হয়ে যায়। এরপরই শোয়েব আখতার সেই ক্লিপিংয়ের স্ক্রিনশট পোস্ট করে ট্যুইট করেন, ''আম্পায়ার ভাইয়োঁ, ফুড ফর থট আজ রাত কে লিয়ে।'' এই ট্যুইটের বাংলা তর্জমা করলে দাঁড়ায়, ''আম্পায়ার ভাইয়েরা, আজ রাতে এই ব্যাপারটা নিয়ে একটু অন্তত ভাববেন।''