ভারতের হারের শোকে বাংলাদেশি সমর্থকের আত্মহত্যা
Web Desk, ABP Ananda | 19 Jun 2017 02:48 PM (IST)
ঢাকা: চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে হারের শোক সামলাতে না পেরে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন এক যুবক। পুলিশ সূত্রে খবর, নিহত যুবকের নাম বিদ্যুৎ। তিনি জামালপুরের বাসিন্দা ছিলেন। তাঁর বাবা আনিসুর রহমানের একটি খাবারের দোকান আছে। বিদ্যুৎ বাংলাদেশি হলেও, ভারতীয় ক্রিকেট দলের সমর্থক ছিলেন। পাকিস্তানের বিরুদ্ধে হার মেনে নিতে পারেননি। সেই কারণেই আত্মহত্যা করেছেন। গতকাল পাকিস্তানের বিরুদ্ধে ভারত ১৮০ রানে হেরে গিয়েছে। এই পরাজয়ের জন্য ঘরে-বাইরে সমালোচনার মুখে পড়েছে বিরাট কোহলির দল। কিন্তু ভারতের হারের জন্য এক তরতাজা যুবক যে এভাবে নিজের জীবন শেষ করে দেবেন, সেটা কেউই ভাবতে পারেননি।