এ বছরের সেপ্টেম্বরের শেষদিকে আঙুলে অস্ত্রোপচার হয় শাকিবের। জিম্বাবোয়ের বিরুদ্ধে ঘরের মাঠে অনুষ্ঠিত হওয়া সিরিজে খেলতে পারেননি তিনি। মনে করা হচ্ছিল, তিন মাস তাঁকে মাঠের বাইরে থাকতে হবে। কিন্তু তার আগেই মাঠে ফিরছেন এই অলরাউন্ডার।
বাংলাদেশের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন জানিয়েছেন, ‘শাকিবের সুস্থ হয়ে উঠতে যতটা সময় লাগবে বলে মনে করা হয়েছিল, তার চেয়ে অনেক কম সময়েই তিনি ফিট হয়ে গিয়েছেন। ফিজিও জানিয়ে দিয়েছেন, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলতে পারবেন শাকিব। তাঁর আঙুলে এখন আর যন্ত্রণা নেই। প্রথম টেস্টে তিনি খেলতে পারবেন। তিনি অনেকদিন খেলার মধ্যে নেই। তবে আমাদের মনে হচ্ছে, সিনিয়র হিসেবে তিনি মানিয়ে নেবেন।’
শাকিব দলে ফেরায় বাদ পড়েছেন বাঁ হাতি স্পিনার নাজমুল ইসলাম। এছাড়া জিম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজের দল থেকে বাদ পড়েছেন লিটন দাস, নাজমুল হোসেন, সইফুল ইসলাম ও আবু জায়েদ। দলে ফিরেছেন সৌম্য সরকার। এখনও পর্যন্ত টেস্ট খেলার সুযোগ না পাওয়া নায়িম হাসানও দলে আছেন।