লন্ডন: তাঁকে বিশ্বের সর্বকালের অন্যতম সেরা টেনিস খেলোয়াড় মনে করা হয়। কিন্তু সেই বরিস বেকার এখন তীব্র অর্থনৈতিক সংকটে দিন কাটাচ্ছেন। পরিস্থিতি এতটাই গুরুতর যে, দেউলিয়া বেকারকে নিজের ট্রফিও নিলাম করতে হল।


অনলাইনে ছয় গ্র্যান্ড স্ল্যাম জয়ী বেকারের ৮২টি ট্রফি নিলামে তুলেছিল একটি সংস্থা। দুবছর আগে দেউলিয়া ঘোষণা হওয়া বেকারের হয়ে কাজ করছে ওই সংস্থা। তাদের দেওয়া খতিয়ান অনুযায়ী, ট্রফি বিক্রি করে ৬ লক্ষ ৮৭ হাজার পাউন্ড উঠেছে। ভারতীয় মুদ্রায় প্রায় ৬ কোটি টাকা।

যদিও তাতে বেকারের সমস্ত ঋণ পরিশোধ হবে না। কারণ, জার্মান কিংবদন্তির মোট দেনার পরিমাণ ভারতীয় মুদ্রায় প্রায় ৪৩০ কোটি টাকা!

নিলামে সবচেয়ে বেশি দর পেয়েছে ১৯৮৯ সালের যুক্তরাষ্ট্র ওপেন ট্রফির রেপ্লিকা। ইভান লেন্ডলকে হারিয়ে সেবার চ্যাম্পিয়ন হয়েছিলেন বেকার। প্রায় দেড় লক্ষ পাউন্ডে বিক্রি হয়েছে সেই ট্রফি। ভারতীয় মুদ্রায় প্রায় ১ কোটি ৩০ লক্ষ টাকা।

৩২ দেশের ৪৯৫জন নিলামে অংশ নিয়েছিলেন।  নিলাম সংস্থার পক্ষ থেকে মার্ক ফোর্ড বলেছেন, 'বেকারকে নিয়ে বিশ্বব্যাপী আগ্রহের মাঝে গতবারের চেয়েও নিলামে এবার বেশি অর্থ উঠেছে। নিলামের দর দেখেই বোঝা যায়, জনমানসে বেকারের আকর্ষণ এখনও কী পরিমাণে রয়ে গিয়েছে।'