ম্যাঞ্চেস্টার: প্রয়োজনের সময় যে খেলাটা খেলার প্রয়োজন ছিল, তা করতে না পেরে হতাশ ভারতের ওপেনার রোহিত শর্মা। জানালেন, সেমিফাইনালে হেরে তাঁর মন ভারাক্রান্ত।
প্রতিযোগিতার অন্যতম ফেবারিট হিসেবে শুরু করেও, বুধবার সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে ১৮ রানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় টিম ইন্ডিয়া। জয়ের জন্য ২৪০ রান তাড়া করতে নেমে রোহিত সহ দলের প্রথম তিন ব্যাটসম্যান প্রত্যেকে ১ রান করে আউট হন।





টুইটারে এক বার্তায় রোহিত বলেন, যখন দরকার ছিল, সেই সময় দল হিসেবে আমরা ব্যর্থ। ৩০ মিনিটের খারাপ ক্রিকেট, তাতেই কাপ জয়ের সম্ভাবনা একেবারে শেষ হয়ে যায়। আমার হৃদয় ভারাক্রান্ত। একইভাবে আপনাদেরও। ঘরের বাইরে যে সমর্থন পেয়েছি, তা অভূতপূর্ব। যেখানেই খেলেছি, সেখানেই নীল ঢেউ আমাদের সমর্থন করেছে। এর জন্য ধন্যবাদ।
এর আগে, গতকাল অধিনায়ক বিরাট কোহলিও স্বীকার করেন, ৪৫ মিনিটের খারাপ ক্রিকেটের জন্যই তাঁরা হেরেছেন। তবে, ভারত প্রতিযোগিতা থেকে ছিটকে গেলেও, বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রহকারী হিসেবে থেকে গেলেন রোহিত। ৯টি ম্যাচে পাঁচটি শতরান সহ ৬৪৮ রান সংগ্রহ করেছেন ভারতের ‘হিটম্যান’।