লন্ডন: গত আট বছরে এই নিয়ে আটটি নতুন বিজয়ী মুখ। উইম্বলডন (Wimbledon) পেল আরও এক নতুন রানি। অল ইংল্যান্ড সেন্টার কাের্টে দুরন্ত লড়াই শেষে ইতালির প্রতিদ্বন্দ্বী জেসমিন পাওলিনকে হারিয়ে দিলেন বার্বোরা ক্রেচিকােভা (Barbora Krejčíková)। খেলার ফল ক্রেচিকোভার পক্ষে ৬-২, ২-৬, ৬-৪। এই নিয়ে কেরিয়ারের দ্বিতীয় গ্র্যান্ডস্লাম জিতলেন চেক প্রজাতন্ত্রের প্রতিযোগী। ২০২১ সালে ফরাসি ওপেন জিতেছিলেন ক্রেচিকোভা। এরপর এবার উইম্বলডন জিতলেন ক্রেচিকোভা। অল ইংল্যান্ডে ঘাসের কোর্টে প্রতিপক্ষ প্লেয়ারকে একপেশে লড়াইয়ে হারিয়ে জয় ছিনিয়ে নেন চেক তারকা।
এদিন খেলার শুরু থেকেই প্রায় একতরফা লড়াই হয়। সপ্তম বাছাই পাওলিনি এবং ৩১তম বাছাই ক্রেচিকোভা মুখোমুখি হয়েছিলেন খেতাবের লড়াইয়ে। অনেকেই ভেবেছিলেন যে পাওলিনি হয়ত হেসেখেলে জিতে যাবেন। কিন্তু পাশা উল্টে যায়। ২৭ বছরের ক্রেচিকোভা প্রথম রাউন্ড জিতে নেন ৬-২ ব্যবধানে। দ্বিতীয় সেটে দুরন্ত প্রত্যাবর্তন করেন পাওলিনি। ৬-২ ব্যবধানে দ্বিতীয় রাউন্ডে জিতে যান পাওলিনি। ১-১ সেট হওয়ার পর তৃতীয় সেট হয়ে দাঁড়ায় নির্ণায়ক। সপ্তম গেমে পাওলিনির সারভিস ভেঙে ৪-৩ ব্যবধানে এগিয়ে যান চেক তারকা। নিজের পরের সার্ভিস গেম ধরে রেখে ৫-৩ করে ফেলেন। শেষ গেমে নিজের সার্ভিস ধরে রেখে ৬-৪ ব্যবধানে সেট ও ম্য়াচ জিতে যান চেক তারকা। এর আগে ইতালির কোনও মহিলা টেনিস তারকা উইম্বলডনের ফাইনালে জায়গা করে নিতে পারেননি। পাওলিনির কাছে সুযোগ ছিল গ্র্যান্ডস্লাম জেতার। কিন্তু তিনি পারলেন না।
এদিকে পুরুষদের ফাইনালে আগামীকাল নোভাক জকোভিচ মুখোমুখি হবেন কার্লেস আলকারাজের। সার্বিয়ান টেনিস কিংবদন্তি নিজের কেরিয়ারে ২৫ তম গ্র্যান্ডস্লাম জয়ের লক্ষ্যে নামবেন কোর্টে। অন্য়দিকে আলকারাজের কাছে এটা দ্বিতীয়বার উইম্বলডন জয়ের সুযোগ। আগের বছর এই জোকারকে হারিয়েই কেরিয়ারের প্রথম উইম্বলডন জিতেছিলেন স্প্যানিস তরুণ। এবারও কি তেমনটাই হবে?
উল্লেখ্য, হাঁটুর চোট এখনও ভোগাচ্ছে জোকারকে। এবারের টুর্নামেন্টেও বেশ কয়েকবার হাঁটুতে নি ক্যাপ লাগিয়ে ম্য়াচ খেলতে নামতে দেখা গিয়েছে সার্বিয়ান তারকাকে। অন্যদিকে আলকারাজ তরুণ প্রজন্মের অন্যতম সেরা মুখ। তিনি কিন্তু জোকারকে আরও একবার হারিয়ে দিতেই পারেন।