মুম্বই: শুক্রবার, ১২ জুলাই ধুমধাম করে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন অনন্ত অম্বানি ও রাধিকা মার্চেন্ট (Anant Radhika Wedding)। মুকেশ অম্বানির কনিষ্ঠ পুত্রের বিয়েতে তারকার সমাহার। বিনোদন থেকে বানিজ্য, ক্রীড়াজগত, রাজনীতি বিভিন্ন ক্ষেত্রের মহাতারকারা ভিড় জমিয়েছিলেন এই অনুষ্ঠানে। সেই অনুষ্ঠানেই এক বিশেষ ঘটনার সাক্ষী থাকল গোটাবিশ্ব।


বিবাহবাসরেই দুই ক্ষেত্রের দুই মহাতারকা সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar) ও অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) উপস্থিত ছিলেন। 'বিগ বি' ও 'মাস্টার ব্লাস্টার'-র একে অপরের সামনে আসতেই দুইজনেই একে অপরের দিকে এগিয়ে যান। এরপরেই প্রায় সঙ্গে সঙ্গেই তেন্ডুলকরকে ঝুঁকে অমিতাভের পা ছুঁয়ে তাঁকে প্রমাণ করতে দেখা যায়। গোটা ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় হু হু করে ভাইরাল হয়েছে। 


 






 


একসময় যার ব্যাটের দাপটে গোটা বিশ্বের বোলাররা ভয়ে কাঁপতেন, তাঁর এহেন ব্যবহার দেখে সকলেই মুগ্ধ। সচিন যে মানুষ হিসাবে কেমন, এই ঘটনাই কিন্তু তাঁর প্রমাণ দেয়।


গুরুগম্ভীর, ভাবলেশহীন, আনন্দের মুহূর্তেও তিনি গা ভাসান না, দুঃখেও ভেঙে পড়েন না। মহেন্দ্র সিংহ ধোনির এমন চারিত্রিক বৈশিষ্ট্যও সকলকের জানা। তবে শুক্রবার অম্বানিদের বিয়েতে একেবারে অচেনা মহেন্দ্র সিংহ ধোনিকে দেখা গেল। কোনওরকম আবেগ চেপে রাখা নয়। বরং একেবারে মন খুলে নাটলেন তিনি। এএনআইয়ের শেয়ার করা এক ভিডিওতে ধোনিকে নাচতে দেখা গিয়েছে।


এএনআইয়ের শেয়ার করা ভিডিওতে অনন্যা পাণ্ডে, রজনীকান্ত, হার্দিক পাণ্ড্য, আলিয়া ভট্টদের জমিয়ে নাচতে দেখা যাচ্ছে। আর এইসবের মাঝেই দেখা গেল ধোনিকে। তিনিও মন খুলে গানের তালে কোমর দোলালেন। ঝাড়খণ্ডের আরেক ক্রিকেটার ঈশান কিষাণের পাশেই তাঁকে নাচতে দেখা যায়। আরেক তারকা ক্রিকেটার হার্দিক পাণ্ড্যকে অনন্যার সঙ্গে নাচতে দেখা যায়। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


 আরও পড়ুন: ব্লাড ক্যানসারে আক্রান্ত একসময়ের সঙ্গী, বোর্ডকে চিঠি 'যন্ত্রণাবিদ্ধ' কপিলের; তুলে দিতে চান পেনশনের টাকা