কলকাতা: স্নিকার্স জোড়া পেয়েছে কিংবদন্তি বাস্কেটবল খেলোয়াড় মাইকেল জর্ডনের পায়ের ছোঁয়া! আর তার প্রভাব এখনও মানুষের মনে অটুট। তাই সম্প্রতি ক্রিস্টি অকশন হাউস আয়োজিত নিলামে তোলার পর জর্ডনের একজোড়া স্নিকার্সের দাম উঠে গেল ৬ লক্ষ ১৫ হাজার মার্কিন ডলার। জোড়া স্নিকার্সের নিরিখে এটি রেকর্ড দাম। আগের রেকর্ডটাও ছিল জর্ডনেরই। মে মাসে তাঁর বিক্রি করা অন্য এক জোড়া স্নিকার্স বিক্রি হয়েছিল ৫ লক্ষ ৬০ হাজার ডলারে। ১৯৮৫ সালের গ্রীষ্মে ইতালির ট্রিস্টে শিকাগো বুলসের হয়ে একটি প্রীতি ম্যাচ খেলার সময় এই স্নিকার্স পরেন এই কিংবদন্তি বাস্কেটবল খেলোয়াড়। সেই ম্যাচে একটি বল তিনি এতটাই জোরে মারেন যে, পিছনের গ্লাসের বোর্ড ছিন্নভিন্ন হয়ে যায়। খেলা থেকে অবসরের পর তাঁকে নিয়ে তৈরি প্রামাণ্যচিত্রে এই স্নিকার্সের কথা উল্লেখ করেছিলেন মাইকেল জর্ডান।

ক্রিস্টি অকশন হাউসের এক মুখপাত্র সংবাদমাধ্যমকে বলেন, “নিলামে স্নিকার্সের পক্ষে এটি এখনও পর্যন্ত সর্বোচ্চ দাম। সেদিনের ম্যাচের বেশ কিছু ঘটনার স্মৃতি বহন করছে এই জুতো। লাফানো, কাচের টুকরো লেগে যাওয়া এমন বেশ কিছু ঘটনা জড়িয়ে রয়েছে জুতোয়। তাই জর্ডনের যাঁরা ভক্ত, তাঁদের কাছে এ জুতোর কদর মারাত্মক। আর সে জন্যই নিলামে এমন চড়া দড় উঠেছে এই স্নিকারের।‘