লন্ডন: ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজ হারের জন্য দলের হতশ্রী ব্যাটিংকে দুষলেন সহ-অধিনায়ক অজিঙ্ক রাহানে। তাঁর দাবি, বোলারদের সহায়তা করতে ব্যর্থ হয়েছেন ব্যাটসম্যানরা।
৫ ম্যাচের টেস্ট সিরিজে ইতিমধ্যেই ৩-১ ব্যবধানে এগিয়ে গিয়েছে ইংল্যান্ড দল। শুক্রবার থেকে শুরু হয়েছে পঞ্চম তথা শেষ টেস্ট। আগের চার টেস্টে বারবার ভারতীয় দল অল-আউট হয়ে গিয়েছে। টিম ইন্ডিয়ার অতি-গর্বের ব্যাটিং লাইন-আপ কার্যত মুখ থুবড়ে পড়েছে। এই প্রেক্ষিতে রাহানের দাবি, ব্যাট হোক বা বল-- এখানে ধৈর্য্যই হল সাফল্যের চাবিকাঠি। বোলারদের একই জায়গায় দীর্ঘক্ষণ বল ফেলতে হবে। আবার ব্যাটসম্যান হলে আপনাকে দীর্ঘক্ষণ ধরেই বল ছাড়তে হবে।
তিনি বলেন, এটা দুঃখের যে আমাদের বোলাররা এত সুন্দর বল করল। অথচ, ব্যাটসম্যানরা নিজেদের দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছে। ব্যাটসম্যানদের থেকে কোনও সাহায্য পাননি বোলাররা। এত অভিজ্ঞ ব্যাটিং লাইন আপের থেকে এটা প্রত্যাশিত নয়। রাহানে যোগ করেন, আপনি কোনও সফরের জন্য কঠোর পরিশ্রমের মাধ্যমে ভাল প্রস্তুতি নিলেন। সেখানে, যদি দেখা যায় একটা বিভাগ দারুন পারফর্ম করছে, অন্যদের উচিত তাদের সাহায্য করা।