জোহানেসবার্গ: জোহানেসবার্গ টেস্টে প্রথম দিনই বেকায়দায় ভারতীয় ব্যাটিং। ১৮৭-তেই অল আউট ভারত। অর্ধশতরান বিরাট ও পূজারার। দিনের শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ১ উইকেটে ৬ রান।
জোহানেসবার্গের মাঠে ভারতের ব্যাটিং ভরাডুবি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় টেস্টের প্রথম দিনই বেকায়দায় বিরাট ব্রিগেড। সিরিজে এই প্রথমবার টসে জেতেন বিরাট। এবং টসে জিতে ব্যাটিং নিলেন। আগের দিন রাতে জো’বার্গের বৃষ্টি, পিচে ৬ মিলিমিটার ঘাস সত্ত্বেও ক্যাপ্টেন কোহালির এই সিদ্ধান্ত ঘিরে প্রশ্ন উঠেছে। দুর্বল ব্যাটিং নিয়ে কেন এই পিচে প্রথমে ব্যাট করতে নামা তা নিয়ে প্রশ্ন তুলেছেন গ্রেম পোলকের মত প্রোটিয়া কিংবদন্তীও।



ছবি সৌজন্যে ট্যুইটার


ফল, যা ভাবা হয়েছিল তাই। সেই ব্যাটিং ভরাডুবি। দ্রুত ফিরলেন বিজয় ও রাহুল। ক্রিজ কামড়ে বেশ কিছুক্ষণ লড়লেন বিরাট ও পূজারা। দু’বার তাঁর ক্যাচ ফস্কানোর পর ৫৪ রানে ফিরলেন বিরাট। ১১ রানের মাথায় তাঁর ক্যাচ মিস করেন ফিল্যান্ডার। আর, ৩৪ রানে তাঁর ক্যাচ ফস্কান ডি’ভিলিয়ার্স। অর্ধশতরান করে ফেরেন পূজারাও। টেল এন্ডারেরা প্রায় কেউই দাঁড়াতে পারেননি। ব্যাট হাতে কিছুটা লড়েন ভুবি। তাঁর ব্যাট থেকে আসে ৩০ রান। ১৮৭ রানে অল আউট টিম ইন্ডিয়া।
জবাবে ব্যাট করতে নেমে ৬ রানে মার্করামকে হারিয়েছে প্রোটিয়ারা। তৃতীয় টেস্টে প্রথম একাদশ বাছতে গিয়ে অভাবনীয় এক সিদ্ধান্ত নিয়েছেন বিরাট। দলে কোনও স্পিনার নেই। রয়েছেন ৫ পেসার। ভুবি, শামি, ইশান্ত, বুমরাহ ও পাণ্ড্য। দ্বিতীয় দিন পেসাররা তাঁর সিদ্ধান্তের ডিভিডেন্ড দেন কি না, সেটাই দেখার।