সিডনি: আগামী আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলবেন ক্রিস মরিস। সেই মরিসই অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে দেখালেন তাঁর ‘পায়ের কাজ’।শনিবার সিডনি সিক্সার্স ও সিডনি থান্ডার্সের ম্যাচে ফুটবলের কায়দায় পা দিয়ে বল মেরে স্টাম্প ভেঙে প্রতিপক্ষের ব্যাটসম্যান ড্যানিয়েল হিউজকে রান আউট করলেন তিনি। বিগ ব্যাশ লিগের ট্যুইটার হ্যান্ডেলে এই ঘটনার ভিডিও শেয়ার করা হয়েছে।



গত ডিসেম্বরে আইপিএলের নিলামে তাঁকে ১০ কোটি টাকায় দলে নিয়েছে আরসিবি।
বিগ ব্যাশ লিগের ম্যাচে থান্ডার্সের অধিনায়ক টসে জিতে সিক্সার্সকে ব্যাট করতে পাঠান। সিক্সার্সের শুরুটা ভালো হয়নি। প্রথম দুই ওভারেই প্যাভিলিয়নে ফিরে যান দুই ওপেনার। পরের ওভারে সিক্সার্সের অধিনায়ক মোয়েস হেনরিককে তুলে নিয়ে আঘাত হানেন দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার মরিস। আট ওভারের মধ্যেই ২৬ রানে সিক্সার্সের আট উইকেট পড়ে যায়। শেষপর্যন্ত তারা ৭৬ রানে অলআউট হয়ে যায়।