গত ডিসেম্বরে আইপিএলের নিলামে তাঁকে ১০ কোটি টাকায় দলে নিয়েছে আরসিবি।
বিগ ব্যাশ লিগের ম্যাচে থান্ডার্সের অধিনায়ক টসে জিতে সিক্সার্সকে ব্যাট করতে পাঠান। সিক্সার্সের শুরুটা ভালো হয়নি। প্রথম দুই ওভারেই প্যাভিলিয়নে ফিরে যান দুই ওপেনার। পরের ওভারে সিক্সার্সের অধিনায়ক মোয়েস হেনরিককে তুলে নিয়ে আঘাত হানেন দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার মরিস। আট ওভারের মধ্যেই ২৬ রানে সিক্সার্সের আট উইকেট পড়ে যায়। শেষপর্যন্ত তারা ৭৬ রানে অলআউট হয়ে যায়।