কলকাতা: দর্শক সংখ্যা অনেকে কমে গেলেও, এখনও ভারতীয় উপমহাদেশেপ সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম কলকাতার ইডেন গার্ডেন্স। তবে কিছুদিনের মধ্যেই কড়া প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে চলেছে এই ঐতিহ্যবাহী স্টেডিয়াম। চ্যালেঞ্জটা আসতে চলেছে ওপার বাংলা থেকে। বাংলাদেশের পূর্বাচলে একটি ঝাঁ চকচকে স্টেডিয়াম গড়ে তোলার পরিকল্পনা করা হয়েছে। সেই স্টেডিয়ামে দর্শক আসন থাকবে অন্তত ৫০ হাজার।
কলকাতায় আইসিসি-র বৈঠকে যোগ দিতে এসেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান। এই বৈঠকের ফাঁকেই আজ তিনি জানিয়েছেন, ‘আমরা বিশ্বের অন্যতম সেরা একটি স্টেডিয়াম তৈরি করতে চাইছি। দেড় থেকে দু’বছরের মধ্যেই পূর্বাচলে এই স্টেডিয়াম তৈরি করা হবে। এই স্টেডিয়াম প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে হবে। আমরা জমি পাওয়ার অপেক্ষায় আছি। যত তাড়াতাড়ি জমি পাওয়া যাবে, তত তাড়াতাড়ি স্টেডিয়াম তৈরির কাজ শুরু হবে। এটি বাংলাদেশের সেরা স্টেডিয়াম হবে। অন্তত ৫০ হাজার দর্শক বসে খেলা দেখতে পারবেন।’
নাজমুল আরও জানিয়েছেন, পূর্বাচলে নতুন স্টেডিয়াম তৈরি হলেও, ক্রিকেট সেন্টার মীরপুর থেকে সরানো হবে না। মীরপুরেও ম্যাচ হবে। ১০-১৫ দিনের মধ্যেই বাংলাদেশের নতুন কোচ বেছে নেওয়া হবে। ভারতের প্রাক্তন কোচ গ্যারি কার্স্টেনের সঙ্গেও কথা বলা হচ্ছে।
পাল্লা দিতে পারে ইডেনের সঙ্গে, বাংলাদেশে তৈরি হবে নতুন স্টেডিয়াম
Web Desk, ABP Ananda
Updated at:
26 Apr 2018 09:08 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -