মুম্বই: ৩ মাসে ৩ মেগা সিরিজে শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে ভারতীয় দল (Indian Cricket Team)। আজই সেই তিন সিরিজের সূচি প্রকাশ করল বিসিসিআই (BCCI)। পরের বছরের শুরুতেই শ্রীলঙ্কা সর্বপ্রথম ভারতের বিরুদ্ধে সিরিজ খেলবে। তারপরেই নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া ভারত সফরে আসবে। ৩ জানুয়ারি থেকে ভারতীয় ঘরোয়া মরসুমের সূচনা হবে এবং তা ২২ মার্চ পর্যন্ত চলবে।


কলকাতায় মাত্র একটি ম্যাচ 


বছরের শুরুতে সর্বপ্রথম ভারতে তিনটি ম্যাচের টি-টোয়েন্টি ও সমসংখ্যক ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলতে আসছে প্রতিবেশি দেশ শ্রীলঙ্কা। দ্বীপরাষ্ট্রের বিরুদ্ধে ৩, ৫ ও ৭ জানুয়ারি যথাক্রমে মুম্বই, পুণে ও রাজকোটে তিনট বিশ ওভারের ম্যাচ আয়োজিত হবে। এরপর গুয়াহাটি, কলকাতা ও তিরুঅন্ততপুরমে যথাক্রমে ১০, ১২ ও ১৫ জানুয়ারি তিনটি ওয়ান ডে ম্যাচ খেলবে ভারত ও শ্রীলঙ্কা। এরপরে নিউজিল্যান্ডের বিরুদ্ধেও সমসংখ্যক ওয়ান ডে ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবেন রোহিতরা। ১৮, ২১ ও ২৪ জানুয়ারি হায়দরাবাদ, রায়পুর ও ইন্দোরে তিনটি ওয়ান ডে আয়োজিত হবে। কিউয়িভূমে ওয়ান ডে সিরিজে পরাজিত হয়েছিল টিম ইন্ডিয়া। সেই হারের বদলা নেওয়ার হাতছানি রোহিতদের সামনে।


 






অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চার টেস্ট


এরপর ২৭, ২৯ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি যথাক্রমে রাঁচি, লখনউ ও আমদাবাদে ভারত-নিউজিল্যান্ডের তিনটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ আয়োজিত হবে। কিউয়িদের প্রতিবেশি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অবশ্য কোনও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে না ভারতীয় দল। তাঁর বদলে চারটি টেস্ট ম্যাচের সিরিজ ও তিনটি ওয়ান ডে ম্যাচে একে অপরের মুখোমুখি হবে দুই দল। ৯ ফেব্রুয়ারি থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরু হবে। নাগপুর, দিল্লি, ধর্মশালা ও আমদাবাদে চারটি টেস্ট আয়োজিত হবে। এরপর ১৭, ১৯ ও ২২ মার্চ তিনটি ওয়ান ডে আয়োজিত হবে মুম্বই, বিশাখাপত্তনম ও চেন্নাইতে। 


আরও পড়ুন: নিয়মরক্ষার তৃতীয় ম্যাচে অধিনায়ক রোহিতের পাশাপাশি আরও দুই তারকাকে পাবে না ভারত