সিডনি: ভারতের বিরুদ্ধে একদিনের ম্যাচের সিরিজের আগে অস্ট্রেলিয়া দলে বদল। প্রথম ম্যাচে অসুস্থতার খেলতে পারবেন না অলরাউন্ডার মিচেল মার্শ। তাঁর জায়গায় দলে নেওয়া হয়েছে অ্যাস্টন টার্নারকে। গ্যাসট্রাইটিসে ভুগছেন মার্শ এবং গত দুদিন হাসপাতালে ছিলেন তিনি।


অজি কোট জাস্টিন ল্যাঙ্গার বলেছেন, মার্শ ভারতের বিরুদ্ধে আগামী শনিবার সিরিজের প্রথম ম্যাচে খেলতে পারবেন না। শেষ দুটি ম্যাচের আগে অলরাউন্ডারের অসুস্থতা কাটিয়ে ওঠার দিকে লক্ষ্য রাখছেন তাঁরা।

ল্যাঙ্গার আরও বলেছেন, ব্যাট হাতে ইনিংস ফিনিস করার দক্ষতা রয়েছে। তাছাড়া ওর রানিং বিটুইন দ্য উইকেটস খুবই ভালো। এই কারণেই ওকে দলে নেওয়া হয়েছে।

অজি কোচ আরও বলেছেন, অস্ট্রেলিয়া ক্রিকেটে মাইক হাসি যখন আসেন, তখন রানিং বিটুইন দ্য উইকেটসের জোরেই তিনি অস্ট্রেলিয়ার একদিনের দলে জায়গা করে নিয়েছিলেন। অস্ট্রেলিয়া দলের অন্যতম বৈশিষ্ট্য এটি। এক্ষেত্রে ডিন জোন্স, মাইকেল বিভান ও মাইক হাসির কথা উল্লেখ করা যেতে পারে।

২৫ বছরের টার্নার ২০১৭ তে তিনটি টি ২০ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। ল্যাঙ্গার বলেছেন, বিগ ব্যাশ লিগে বেশ ভালো ফর্মে রয়েছেন টার্নার।

বিগ ব্যাশ লিগের গত তিনটি ম্যাচে যথাক্রমে অপরাজিত ৪৩, ৪৭ এবং অপরাজিত ৬০ রানের ইনিংস খেলেছেন টার্নার।

অন্যদিকে, সময়টা ভালো যাচ্ছে না মার্শের। এর আগে তাঁকে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট দল থেকে বাদ দেওয়া হয়।