মুম্বই: আগামী মাসেই ওয়েস্ট ইন্ডিজ সফর শুরু হচ্ছে ভারতীয় দলের। বিসিসিআই ক্য়ারিবিয়ান সফরের সূচি ঘোষণা করল। ২টো টেস্ট, ৩টে ওয়ান ডে, ৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারতীয় দল। ১২ জুলাই থেকে শুরু টেস্ট সিরিজ। লাল বলের ক্রিকেটের মধ্যে দিয়ে ক্যারিবিয়ান সফর শুরু করছে টিম ইন্ডিয়া। ডমিনিকায় উইন্ডসর পার্ক স্পোর্টস স্টেডিয়ামে প্রথম টেস্ট খেলতে নামবে। ত্রিনিদাদের কুইন্স পার্ক ওভালে ২০ জুলাই থেকে শুরু দ্বিতীয় টেস্ট।


 






ভারতীয় সময় সন্ধে ৭.৩০টায় শুরু হবে টেস্ট ম্যাচ। টেস্ট সিরিজের শেষে ২ দিনের বিরতি রয়েছে। এরপর থেকে শুরু হতে চলেছে ৩ম্য়াচের ওয়ান ডে সিরিজ। বার্বাডোজের কিংস্টোন ওভালে প্রথম ওয়ান ডে ম্যাচ ২৭ জুলাই। ২৯ জুলাই দ্বিতীয় ওয়ান ডে ম্যাচ ও ১ অগাস্ট শেষ ওয়ান ডে ম্যাচ খেলা হবে ব্রায়ান লারা স্টেডিয়ামে। প্রতিটি ম্যাচই শুরু হবে সন্ধে ৭টা থেকে।


টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে অগাস্ট মাসের ৩ তারিখ থেকে। শেষ হবে ১৩ অগাস্ট। ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে প্রথম ম্যাচ খেলতে নামবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় ম্যাচটি খেলা হবে গায়না স্টেডিয়ামে। ৬ তারিখ দ্বিতীয় ম্যাচটি ও তৃতীয় টি-টোয়েন্টিও একই মাঠে খেলা হবে। ১২ ও ১৩ তারিখ ফ্লোরিডায় চতুর্থ ও পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচটি খেলা হবে।


এদিকে, ওয়েস্ট ইন্ডিজ সফরে টি-টোয়েন্টি সিরিজে ভারতীয় দলে অভিষেক হতে পারে যশস্বী জয়সওয়াল ও রিঙ্কু সিংহের। ২ জনেই আইপিএলে দুর্দান্ত পারফর্ম করেছিলেন। রাজস্থান রয়্যালসের জার্সিতে ১৪ ম্যাচ ৬২৫ রান করেছিলেন এই তরুণ ওপেনার। অন্যদিকে কেকেআরের জার্সিতে ১৪৯ এর ওপর স্ট্রাইক রেটে ৪৭৪ রান করেছেন। এই দুজন ছাড়াও জিতেশ শর্মাকেও দলে নেওয়া হতে পারে। সূত্রের খবর, রুতুরাজ গায়কোয়াড ও মোহিত শর্মাও দলে ফিরতে পারেন।


হার্দিক পাণ্ড্যর নেতৃত্বে গত কয়েক মাসে টি-টোয়েন্টি ফর্ম্যাটে জাতীয় দল ভাল পারফর্ম করেছে। বিরাট কোহলি ও রোহিত শর্মাকে যে এই ফর্ম্যাটে জাতীয় দলে আর ভাবা হচ্ছে না, তার আন্দাজ আগেই দিয়ে দিয়েছে বিসিসিআই। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে এই ২ জনকে একবারও টি-টোয়েন্টি ফর্ম্যাটের জন্য জাতীয় দলে ভাবা হয়নি। রিঙ্কু ও জয়সওয়ালকে দলে নেওয়ার ছাড়াও আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য একটি কোর টিম গড়ার কথা ভাবছে বিসিসিআই।